ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
আগামী ২৯ শে এপ্রিল নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোট।চতুর্থ দফা ভোটের ঠিক ১১ দিন আগে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন নদীয়ায় লোকসভা ভোটে ইভিএম এর দায়িত্বে থাকা নোডাল অফিসার অর্ণব রায়।পুলিশ সূত্রে খবর,নিখোঁজের পর থেকে অর্ণব রায় এর দুটি মোবাইল ফোন সুইচ অফ।
অর্ণব রায় নদীয়া জেলার ইভিএম এর দায়িত্বে ছিলেন । বিপ্রদাস পলিটেকনিক কলেজে ভোটের ডিউটিতে থাকা অর্ণব বৃহস্পতিবার জেলা প্রশাসনের দেওয়া গাড়িতে করে ওই কলেজে যান। ওই কলেজেই ইভিএম গুলি রয়েছে।
West Bengal: Nadia District Nodal Election Officer Arnab Roy is reportedly missing. He was at Bipradas Choudhury Polytechnic College for his poll duty yesterday and after lunch went untraceable. He is incharge of the EVMs and VVPATs. Police has begun investigation. (file pic) pic.twitter.com/5aUO9F66wG
— ANI (@ANI) April 19, 2019
কিন্তু দুপুরের পর থেকে হঠাৎই রহস্যজনকভাবে উধাও হয়ে যান তিনি।তার গাড়ি চালক কে জিজ্ঞাসাবাদ করা হলে চালক কিছুই জানাতে পারেননি।এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে তাঁর স্ত্রী কে সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে উপযুক্ত তদন্তের নির্দেশের পাশাপাশি রিপোর্ট তলব করা হয়েছে।নোডাল অফিসার অর্ণব রায় নিখোঁজ হওয়ায় আতঙ্কিত তার পরিবার । এভাবে রহস্যজনকভাবে তার অন্তর্ধান ঘিরে প্রশ্ন উঠছে একাধিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584