সুদীপ পাল বর্ধমান
ডাউন লাইন মেরামতের জন্য কাজ চলছিল। সেজন্য রাত বারোটা থেকে দুটো পর্যন্ত ব্লক রাখা হয়েছিল। কিন্তু সেই ব্লক লাইনেই রাত পৌনে একটা নাগাদ ডাউন সীতামারি-শিয়ালদহ এক্সপ্রেস চালানোর নির্দেশ দেওয়া হয় মেমারি স্টেশন থেকে।
বড় দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু মেরামতের কাজে নিযুক্ত কর্মীরা লাল পতাকা লাল কাপড় দেখিয়ে ট্রেনটিকে থামান। কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠছে মেমারি স্টেশন মাস্টার ও সহকারী স্টেশন মাস্টারের বিরুদ্ধে। বর্ধমান হাওড়া মেন লাইন মেরামতের জন্য শনিবার রাতে ব্লক ছিল।
আরও পড়ুনঃ দুর্ঘটনা প্রতিরোধে গতি নিয়ন্ত্রণের উদ্যোগ
লাইনে কাজ করছিলেন শ্রমিকরা। আচমকা ঐ লাইনেই ট্রেন আসতে দেখে শ্রমিকরা হতচকিত হয়ে যান। লাল পতাকা দেখিয়ে চালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়। চালককে থামানোর চেষ্টা করেন। শ্রমিকদের একাংশের দাবি, ডাউন লাইনের ধারে কাজ করছিলেন। লাল রঙের বড় টর্চের আলো দেখিয়ে ট্রেন দাঁড় করানোর চেষ্টা করেন।
জানা যায়, ট্রেনটিকে পরে অন্য লাইন দিয়ে শিয়ালদহের উদ্দেশ্যে পাঠানো হয়। ব্যান্ডেল পৌছানোর পরে ট্রেনের চালক হাওড়া ডিভিশনে ‘রিপোর্ট’ করেন। শিয়ালদহ পৌঁছে বিস্তারিতভাবে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান চালক।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, মেমারির অপারেটিং বিভাগের আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় তদন্ত তাঁদের বিরুদ্ধে শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584