রায়গঞ্জ বন্দরের সুপ্রাচীন দুর্গাপুজো

0
95

নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জঃ

একসময় বাংলাদেশের বনিকরা বানিজ্য করতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক নদী বন্দরে এসেছিলেন।সেইসময় বনিক সমাজের এক সওদাগর দেবীর স্বপ্নাদেশ পেয়ে নদীর ধারে রায়গঞ্জ বন্দরে প্রচলন করেন দূর্গাপুজার।প্রায় ছয়শ বছর আগেকার কথা।

নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের আদি বন্দরের ৬০০ বছরের পুরোনো সার্বজনীন দুর্গা পুজোর পুরনো কাঠামোয় প্রতিমা গড়া হয় মায়ের সর্বাঙ্গে থাকে সোনা রুপার গয়না।বন্দরের এলাকার স্থানীয় মানুষরা বলেন অবিভক্ত বাংলার ওপার বাংলা থেকে বর্ধিষ্ণু ব্যবসায়ীরা নদীপথে এই এলাকায় ব্যবসা বাণিজ্য করতে আসত ব্যবসায় প্রচুর লাভ হওয়ায় তাদেরই একজন এখানে প্রথম দেবী পুজো শুরু করেন সেই শুরু তারপর থেকে প্রতি বছর পূজোয় বিশাল মেলা বসতো ব্যবসায়ী জমিদাররা ছাড়াও নদীপথে পর থেকে বহু লোক পুজোর কদিন এখানে কাটাতো এরপর কেটে যায় অনেক বছর। এই পুজো সার্বজনীন হয়েছে,পুজো উদ্যোক্তাদের মধ্যে একজন রূপেস সাহা জানান এই পুজোর আনুমানিক কবে শুরু হয়েছিল তা কেউ বলতে পারেনি তাই তারাও বলতে পারবে না নিয়মনিষ্ঠা মেনে আজও কাঠামোতেই প্রতিমা গড়া হয় পুজোর দিন এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা এসে হাজির হয় এবং অষ্টমী পুজোর দিন প্রায় চার হাজারের মতো ভোগের থালা পরে সেদিনের ভিড় সামলাতে আলাদা আলাদা কমিটিও করা হয় প্রতিবছর জানা যায় এই পুজো উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে প্রাচীন তাই এই পুজোর আকর্ষনে আজও পুজোর কয়দিন মন্ডপ চত্বরে প্রচুর মানুষের ভিড় করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে।

আরও পড়ুনঃ পুজোর চারদিন আফ্রিকা মহাদেশ থাকছে কালিয়াগঞ্জে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here