নাড়ি দেখেই চিহ্নিত হবে রোগ, ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতির প্রচারে পর্যটন মন্ত্রক

0
79

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নাড়ি দেখেই চিহ্নিত হবে রোগ। শুধু কি তাই? নাহ্ শুধু অসুখ চিহ্নিত করাই নয়, নাড়ি টিপলেই কমবে স্পাইনাল কর্ডের বিভিন্ন রোগের অসহনীয় যন্ত্রণাও। ভারতের প্রাচীণ চিকিৎসা পদ্ধতি ‘নাড়ি বিজ্ঞান’। এবার এই চিকিৎসা পদ্ধতি নিয়ে ব্যাপক প্রচার করতে উদ্যোগী হয়েছে পর্যটন মন্ত্রক।

Health checkup | newsfront.co
প্রতীকী চিত্র

পাহাড়ি অঞ্চলের যেসব প্রত্যন্ত গ্রামে এখনও এই নাড়ি বিজ্ঞানের চর্চা চলে, কার্যত মেডিক্যাল ট্যুরিজমের পথে হেঁটে সেইসব জায়গাকে দেশের পর্যটন মানচিত্রে তুলে ধরতে চাইছে কেন্দ্রীয় সরকার। যাতে আধুনিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে থেকেই ভারতের অন্যতম প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতির সার্বিক প্রচার করা যায়।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবস উপলক্ষে ফোটোগ্রাফি প্রতিযোগিতা ডাকবিভাগের

পাশাপাশি দেশের পর্যটন মানচিত্রে সম্পূর্ণ নতুন স্থানের আত্মপ্রকাশ ঘটানো সম্ভব নয়। করোনা পরিস্থিতির কারণে এহেন উদ্যোগের সফল বাস্তবায়ন করার ঘটানোর জন্য ভার্চুয়াল প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছে পর্যটনমন্ত্রক।

আরও পড়ুনঃ নির্দিষ্ট কিছু রুটে আন্তর্জাতিক বিমান চলাচল চালু হল আজ থেকে

আগেই ‘দেখো আপনা দেশ’ নামে একটি অনলাইন কর্মসূচির আয়োজন করেছে কেন্দ্র। মূলত পর্যটনস্থলগুলি বন্ধ থাকায় সাধারণ মানুষকে সচেতন করতে নিজের দেশকে দেখার কথাই এই কর্মসূচিতে বলা হচ্ছে। আর এখানেই ‘নাড়ি বিজ্ঞান’কে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারিভাবে জানা গেছে, পর্যটন মন্ত্রকের শীর্ষ আধিকারিক রুপিন্দর ব্রার ছিলেন ‘নাড়ি বিজ্ঞান’ কর্মসূচি নিয়ে অনলাইন কনফারেন্সের মূল দায়িত্বে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here