পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

শর্টসার্কিট থেকে আগুন লেগে ঘরের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের মিলনপাড়ায়।

ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয় অগ্নিদগ্ধ বৃদ্ধাকে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। মৃতা বৃদ্ধার নাম শান্তি রানী কুন্ডু ( ৮৫)।
আরও পড়ুনঃ নবদ্বীপ ধাম স্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃত্যু

দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনে আনতে সম্ভব হলেও বাঁচানো যায়নি ওই বৃদ্ধাকে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের মিলনপাড়ায় একটি বাড়িতে শান্তি রানী কুন্ডু নামে এক বৃদ্ধা তার এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকেন৷ বৃদ্ধা শান্তি দেবী বার্ধক্যজনিত কারনে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় রয়েছেন। তাঁর বিছানার পাশেই একটি প্ল্যাগ পয়েন্ট থেকে মশা মারার যন্ত্রটি জ্বালানোই ছিল। প্রাথমিক অনুমান সেখান থেকেই শর্টসার্কিট হয়ে ঘরে আগুন লেগে যায়। যে সময় আগুন লাগার ঘটনাটি ঘটে সেসময় ওই বৃদ্ধার অসুস্থ ছেলে বাথরুমে ছিলেন, আর মেয়ে মায়ের জন্য কমপ্ল্যানের প্যাকেট আনতে দোকানে গিয়েছিলেন।
স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন।তাঁরা ছুটে আসেন এবং ঘরের ভিতরে আগুন জ্বলছে দেখতে পান।স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি খবর দেন রায়গঞ্জ দমকলে।দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনার পাশাপাশি ঘরের ভিতর থেকে উদ্ধার করে অগ্নিদগ্ধ বৃদ্ধাকে।
এদিকে বাথরুমে থাকা ছেলে বাইরের চিৎকার চেঁচামেচি শুনে নিজে বাইরে বেরিয়ে আসতে পারলেও অসুস্থতার কারনে মা কে একা উদ্ধার করতে পারেন নি।
ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর বরুন ব্যানার্জী।মর্মান্তিক এই ঘটনায় রায়গঞ্জ শহরের মিলনপাড়ায় শোকের ছায়া নেমে আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584