আলিপুরদুয়ারে রাসমেলার শুভ উদ্বোধনে জেলা সভাধিপতি

0
119

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

opening of rash mela in alipurduar | newsfront.co
মেলার উদ্বোধন। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার শামুকতলা ধানহাটি কালীবাড়িতে ৪৭ তম বর্ষ শামুকতলা রাস মেলার উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মধক্ষ্য দেবজিৎ সরকার, শামুকতলা থানার ওসি বিরাজ মুখার্জি, শামুকতলা গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ বিশিষ্ট সমাজসেবীগণ।

idol | newsfront.co
প্রতিমা। নিজস্ব চিত্র
opening of rash mela in alipurduar | newsfront.co
পতাকা উত্তোলন পর্ব। নিজস্ব চিত্র
opening of rash mela in alipurduar | newsfront.co
খাবারের স্টল। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ঘরনিকে পেঁয়াজের দুল উপহার অক্ষয়ের

১৮ দিন ব্যাপী এই মেলা ঘিরে উৎসাহ দেখা দিয়েছে এলাকার মানুষের মধ্যে। বিশেষ করে চা বাগান ও বস্তি এলাকার মানুষেরা এই রাস মেলাতে খুব আনন্দ উপভোগ করেন। শামুকতলা কালীবাড়ি রাজদূত সদস্য তথা রাস মেলা কমিটির সম্পাদক সঞ্জীব দাস বলেন ১৮ দিন ব্যাপী এই মেলাকে ঘিরে কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে। এই মেলা থেকে সাধারণ মানুষ আনন্দ উপভোগ করবে এটা বলার অপেক্ষা রাখে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here