প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
একই শহরের দু’জায়গাতে দু’রকমের ছবি ধরা পড়ল এলাকায়। সোমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দেবীনগর এলাকার রান্নার গ্যাসের দোকানে সামাজিক দূরত্ব মেনে লাইন দিয়েছেন গ্রাহকরা। আবার ওই এলাকারই নেতাজি সুভাষ রোডের গ্যাসের দোকানের চিত্রটা একেবারেই বিপরীত।
দোকানের সামনে দাঁড়িয়ে থাকা লাইনে গ্রাহকদের মধ্যে নেই কোন সামাজিক দূরত্ব । প্রশাসনের নির্দেশিকাকে অগ্রাহ্য করে দূরত্ব বজায় না রেখেই উজ্জ্বলা গ্যাস প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার লম্বা লাইন পড়েছে এই দুটি দোকানে।
মূলত দারিদ্র সীমার নীচে বসবাস কারীদের জন্য কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।তাই সোমবার থেকে রায়গঞ্জের গ্যাস ডিলাররা গ্রাহকদের কাছে আবেদনপত্র নেওয়া শুরু করেছেন । ফলে, আবেদনপত্র জমা দিতে ইণ্ডিয়ান গ্যাস ডিলারের দোকানে গ্রাহকদের ভিড় উপচে পড়ছে।
আরও পড়ুনঃ লকডাউনের মধ্যে দুঃস্থ মানুষদের খবর নিতে বেরিয়ে গুলিবিদ্ধ রায়গঞ্জের পুর কাউন্সিলর
তবে প্রশাসনিক নিয়ম কেউ মানলেও, আবার অনেকেই কার্যত তোয়াক্কা না করে একে অপরের গা ঘেঁষে লাইনে আছেন অনেকে । তাদের মধ্যে নেই কোনও সামাজিক দূরত্ব। আর এই ছবি দেখার পরেই আতংকিত হওয়ার পাশাপাশি করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পরার ভয় পাচ্ছেন এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584