নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গতকাল মেদিনীপুর শহরের মহাতাবপুর এলাকার বাসিন্দা সুদর্শন পাখিরার বাড়ির গ্যারাজের সামনে দিনের বেলা এক লক্ষ্মী পেঁচাকে ঘুরতে দেখেন মালিক।তিনি তাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও সে উড়ে যায়না।

উনি পেঁচাটির শারীরিক অবস্থা বা নিরাপত্তার কথা ভেবে সযত্নে তাকে নিজের বাড়িতে এনে রাখেন।এরপর ওনার কাছ থেকে খবর পেয়ে প্রতিবেশী ব্রততী ভট্টাচার্য্য ছবিসহ ফেসবুকে একটি পোস্ট দেন।আবেদন জানান পেঁচাটি উদ্ধার এবং উপযুক্ত চিকিৎসার ব্যাপারে।

সেই পোস্ট দেখে মেদিনীপুরের পরিবেশকর্মী শিক্ষক রাকেশ সিংহ দেব ব্রততী দেবীর সাথে যোগাযোগ করে ওনার বাড়ি থেকে পেঁচাটি নিয়ে আসেন মেদিনীপুর বন আধিকারিক অফিসে।
এডিএফও পূরবী মাহাত মহাশয়ার তত্ত্বাবধানে পূর্ণবয়স্ক পেঁচাটির উপযুক্ত পরিচর্যার জন্য মেদিনীপুর রেঞ্জের দায়িত্বে তুলে দেওয়া হয়।উপযুক্ত চিকিৎসার পরে সুস্থ হয়ে গেলে পেঁচাটিকে তার স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানান এডিএফও পূরবী মাহাত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584