তোলাবাজির অভিযোগে সরিষায় ধৃত পঞ্চায়েত সদস্য

0
93

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

সিন্ডিকেটে তোলাবাজির অভিযোগে ডায়মন্ড হারবার ২ নং ব্লকের সরিষা গ্রাম পঞ্চায়েতের চেওড়া গ্রাম সংসদের সদস্য মইদুল সেখ ওরফে ভোলাকে গ্রেফতার করে পুলিশ।

ধৃত মইদুল সেখ।নিজস্ব চিত্র

বারো বছর ধরে তৃণমূলের ছত্রছায়ায় তার এই ব্যবসা চলছিল।বিগত পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচিত হয় ভোলা।

 panchayat member arrested | newsfront.co
অরুময় গায়েন,তৃণমূল ব্লক সভাপতি।নিজস্ব চিত্র
 panchayat member arrested | newsfront.co
নুরুল হক মোল্লা,ধৃতের সম্পর্কিত ভাই।নিজস্ব চিত্র

ভোলার সাথে স্থানীয় হাসানুর মোল্লা এবং নারায়ণতলার বাসিন্দা রাইহান দপ্তরির সঙ্গে তার এই ব্যবসা ঘিরে দ্বন্দ্ব ছিল বলে জানা যায়।তার এই ব্যবসায় মদত ছিল ডায়মন্ড হারবার ২ নং ব্লকের তৃণমূল যুব সভাপতি মেহেবুব গায়েনের বলেই মত স্থানীয় বাসিন্দাদের।

 panchayat member arrested | newsfront.co
ধৃতের মা।নিজস্ব চিত্র
 panchayat member arrested | newsfront.co
মেহেবুব গায়েন,ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি।নিজস্ব চিত্র

আজ ইমারতি দ্রব্য ভর্তি ট্রাক চেওড়ায় খালি করার সময় ভোলার বাহিনী টাকার দাবি করে সেই ঘিরে দ্বন্দ্ব বাঁধে।ডায়মন্ড হারবার থানার পুলিশ তোলাবাজির অভিযোগে ভোলা গ্রেফতার করে।

 panchayat member arrested | newsfront.co
ধৃতের প্রতিবেশী।নিজস্ব চিত্র
 panchayat member arrested | newsfront.co
তাপস মন্ডল,প্রধান সরিষা গ্রাম পঞ্চায়েত।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ তোলাবাজির বিরুদ্ধে লরি মালিকদের পথ অবরোধ ফারাক্কায়

ধৃত মইদুলের মায়ের দাবি,এই ঘটনায় জড়িত মেহেবুব গায়েন।তোলাবাজি সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান তাপস মন্ডল।

স্থানীয় তৃণমূল যুব সভাপতি মেহেবুব গায়েন জানিয়েছেন,দোষ প্রমানিত হলে দল ব্যবস্থা নেবে। অপরদিকে ডায়মন্ড হারবার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরুময় গায়েন জানান,আইন আইনের পথে চলবে।

ধৃতের প্রতিবেশী এবং আত্মীয়রা মইদুলের মুক্তির দাবিতে আন্দোলন করার কথা জানিয়েছে।তাদের মতে, ভোলা খুব ভালো ছেলে তাকে আজকের মধ্যে না ছাড়লে আমরা আন্দোলন করবো বলে বলে,ধৃত ভোলার সম্পর্কিত ভাই নুরুল হক মোল্লা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here