আজ মাদ্রাসা সার্ভিস কমিশনের চূড়ান্ত ফলাফল প্রকাশ

0
1256

আনিসুর রহমান, কোলকাতাঃ-

আজ প্রকাশিত হতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের ষষ্ঠ SLST পরীক্ষার ফাইনাল প‍্যানেল অর্থাৎ ২০১৩ সালের ষষ্ঠ SLST বিষয় ভিত্তিক(H/P.G.) এবং টেটের চূড়ান্ত ফলাফল। রাত্রি আট ঘটিকার পর মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.wbmsc.com -এ ক্লিক করে ফলাফল জানা যাবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আব্দুর রউফ।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে হাইকোর্টের রায়ে মাদ্রাসা সার্ভিস কমিশন অবৈধ হয়।কিন্তু তারপরই উদয় হন মঃ রফিক, যিনি হাইকোর্টের রায়কে চ‍্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে আবেদন করেন। গত মাসের ১৭ তারিখে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় রাজ‍্যের সরকারি সাহায‍্যপ্রাপ্ত মাদ্রাসা গুলোর চরম দূর্দশা ও ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে নিয়োগের অনুমতি দেয় সুপ্রিমকোর্ট। আপাতত নিয়োগ হলেও সুপ্রিমকোর্টের ফাইনাল রায়ের উপর চাকুরীর স্হায়িত্ব নির্ভর করবে।

২০১৩ সালে মাদ্রাসা সার্ভিস কমিশন ৩১৮৩ শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় ।আজ সেই শূন্য পদ গিয়ে ঠেকেছে প্রায় আট হাজারে। গত ১৭ই মে সুপ্রিমকোর্ট এক অন্তরবর্তীকালীন রায়ে রাজ‍্যের ইচ্ছুক মাদ্রাসা গুলিতে শিক্ষক নিয়োগের আদেশ দেন।সেই অর্ডারের দ্রুত বাস্তবায়নের জন‍্যই আজ প‍্যানেল প্রকাশ।

সফল পরীক্ষার্থীরা উপরে উল্লেখিত কমিশনের ওয়েবসাইটে গিয়ে দশ সংখার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবেন। আজ একই সঙ্গে অপ্রকাশিত আরবি টেটের ফলাফলও প্রকাশিত হবে। জানা গেছে ২৬ তারিখ থেকে মাদ্রাসা চয়ন অর্থাৎ কাউন্সিলিং অনুষ্ঠিত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here