নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ফের বাঘের আতঙ্কে জর্জরিত গোটা এলাকার মানুষ। বাঘের জন্য ঘরবন্দী বহু মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছে। এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বাঁশদা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাত্রে এলাকার কিছু মানুষ হঠাৎ একটি বাঘ দেখতে পায়। এরপর শতাধিক মানুষ মিলে টায়ার জ্বালিয়ে গোটা এলাকায় খোঁজাখুঁজি চলে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানা এলাকার বাঘগরা জঙ্গলে বাঘের আতঙ্কে জর্জরিত হয়েছিল ওই এলাকার মানুষ।
এরপর প্রশাসনের হস্তক্ষেপে ওই বাঘকে মেরে ফেলা হয়। আবার সেই বাঘের আতঙ্ক গ্রাস করছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বাঁশদা এলাকায়। স্থানীয় মানুষের বক্তব্য অনুযায়ী, গ্রামে গতকাল সন্ধ্যার সময় দুটি বাঘ দেখেন গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ এনআরসি আতঙ্কে ফের মৃত্যু
বাঘের পায়ের ছাপও দেখা গেছে। তাই গোটা গ্রামের বেশির ভাগ মানুষ ঘরবন্দী হয়ে পড়ছেন। বাকি যারা বাড়ির বাইরে বেরোচ্ছেন তারা হাতে জ্বলন্ত কিছু নিয়ে বেরোচ্ছেন। রাত্রি হলেই গ্রামের মানুষজন টায়ার জেলে বনবাদারে খোঁজাখুঁজি করছেন। দিনের বেলাতেও গ্রামে জোটবদ্ধ হয়ে বেরোচ্ছেন লাঠি হাতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584