সম্পত্তি না লেখায় বৃদ্ধ বাবা-মা কে ঘরছাড়া করল ছেলে

0
104

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

বাবা মা-কে মারধর গালিগালাজ ও ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে।ছেলেকে মাত্র ২৯ শতক সম্পত্তি লিখে না দেওয়ার জন্য এই অত্যাচার।সহ্য করতে না পেরে ছেলের বিরুদ্ধে অবশেষে বিষ্ণুপুর থানার দ্বারস্থ হয় বৃদ্ধ দম্পতি।

parents out of house for property | newsfront.co
অভিযুক্ত ।নিজস্ব চিত্র

অবশেষে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কারনে গ্রেফতার হলো গুনধর ছেলে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার কৃপারামপুর মণ্ডল পাড়ায়।তাকে বিষ্ণুপুর থানার পুলিশ বৃদ্ধ বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে ছেলে সুব্রতো মণ্ডলকে গ্রেফতার করেছে।

parents out of house for property | newsfront.co
বেদানা মন্ডল।নিজস্ব চিত্র

অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করেছে পুলিশ।বিষ্ণুপুরের কৃপারামপুরের মণ্ডল পাড়ার ঘটনা।এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বৃদ্ধ দম্পতিকে আবার তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

parents out of house for property | newsfront.co
শিশির মন্ডল।নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গেছে,ঐ বৃদ্ধ দম্পত্তির নামকৃপারামপুরের বাসিন্দা বেদানা মণ্ডল (‌৬৩)‌ এবং তাঁর স্বামী শিশির মণ্ডল (৭০)।গত শুক্রবার বিষ্ণুপুর থানায় আসেন ওই বৃদ্ধ দম্পতি অভিযোগ করেন তাঁদের
ছেলে সুব্রত মণ্ডল তাঁদের ওপর অত্যাচার করছেন।

আরও পড়ুনঃ বৃদ্ধা মা-কে ডাইনি অপবাদে ঘরছাড়া করল ছেলে

বিভা মন্ডল,পুত্রবধূ ।নিজস্ব চিত্র

শুধু অত্যাচার করাই নয়,তাঁদের বাড়ি থেকে বের করেও দিয়েছে গুনধর ছেলে। সম্পত্তি লিখে নেওয়ার জন্য মারধর অত্যাচার ও অকথ্য ভাষায় গালিগালাজ তাঁদের ওপর এই অত্যাচার চালাচ্ছে তাঁদেরই ছেলে সুব্রত মণ্ডল।

তাঁরা বাধ্য হয়ে বাড়ি ছেড়ে সরশুনা এলাকায় বিবাহিত মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।ছেলের অত্যাচারে তাঁরা অতিষ্ট। বৃদ্ধ বাবা ও মার ওপর ছেলের এই অত্যাচারের কাহিনী শুনে পুলিশ তখনই তাঁদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তছেলে সুব্রত মণ্ডলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।তার বিরুদ্ধে পুলিশ — ভারতীয় দ্বন্দ বিধি ৪৬৪/১৯ u/s — ৩৪১/৩২৩/৩২৫/৫০৬/৩৪ আই পি সি এবং ২৫ ধারায় মামলাও শুরু করে।

ওই বৃদ্ধ দম্পতিকে মেয়ের বাড়ি থেকে তাঁদের জিনিষ পত্র নিয়ে আসতে বলে।পুলিশের আশ্বাসে ওই দম্পতি জিনিসপত্র নিয়ে আসলেতাঁদের সঙ্গে বাড়িতে পৌঁছে দেয়।ওই দম্পতির ওপর যেন আর কোন
অত্যাচার না হয়।সে বিষয়ে পরিবারের লোকজনকে সতর্ক করে দেয়।

অভিযুক্তগুনধর ছেলেকে আলিপুর আদালতে পাঠান হয়েছে।এখন বৃদ্ধ স্বামী স্ত্রীকে দিন কাটছে লোকের বেতের কাজ করে দিয়ে।বেদানা মণ্ডল নিজের হাতে বেতের কাজ করেন।

১০০ টি তৈরি করলে পাবেন ৫০ টাকা, উনি দুই দিনে ২৫ টা তৈরি করেন।এই ভাবে দুই বৃদ্ধ বৃদ্ধার পেট চলে কোন ক্রমে।বৃদ্ধ স্ব-স্ত্রীক দিন কাটছে চোখের জলে।দুই চোখ দিয়ে অঝোর নয়নে জল পড়ছে ।বিভা মণ্ডল পরক্ষ ভাবে স্বীকার করেছে যে তার স্বামী সুব্রত মণ্ডল তার শ্বশুর শ্বাশুড়ি কে মারধর গালিগালাজ করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here