নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ফণী’র কারনে দু’দিন বন্ধ থাকবে পরিমল কানন। এমনটাই পোষ্টারিং করে জানিয়ে দিয়েছে পার্ক কর্তৃপক্ষ।ইতিমধ্যেই ফণী নামক ভয়ংকর ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্ক রয়েছে রাজ্যের চারটি জেলায়, রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ফণীর কারনে।রাজ্য সরকারের নির্দেশিকা মতো বনদপ্তরের তরফে পার্কগুলিতেও প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সেই মতো জঙ্গলমহলের পার্কগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের পরিমল কানন পার্ক নোটিশ দিয়ে বন্ধের কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।চন্দ্রকোনা রোডের এই পার্কে বহু মানুষ ভিড় জমান প্রতিদিন।
আরও পড়ুনঃ ফণী মোকাবিলায় কালিয়াগঞ্জে প্রশাসনিক বৈঠক
তাই ফণীর প্রভাবের আগাম সতর্কতা অবলম্বন করা হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে।পার্কের মুল গেটে পোস্টার দিয়ে উল্লেখ করা হয়েছে ফণী ঝড়ের কারনে আগামী ৩ এবং ৪ তারিখ বন্ধ থাকবে পার্ক।পার্কের ভিতর যাতে কোনও ভাবেই কোনো মানুষ না প্রবেশ করতে পারে তার জন্য কড়া নজরদারী চলবে বলে জানান বনদপ্তরের চন্দ্রকোনা রোডের ডেপুটি রেঞ্জার তাপস কারক।ফণী আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584