নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আজ পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের ধামচা ছাগুলিয়া সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ে পরিবেশ সচেতনতার অংশ হিসেবে পার্থেনিয়াম উচ্ছেদ অভিযান কর্মসূচি পালিত হল।বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের চত্বরে যত পার্থেনিয়াম গাছ ছিল সব উচ্ছেদ করে ।
পার্থেনিয়াম পরিবেশের শত্রু তথা শ্বাসকষ্ট, হাপানী প্রভৃতি রোগ সৃষ্টিতে এর জুড়ি মেলা ভার।এই গাছে চরিদিক ছেয়ে গেছে, একে নির্মূল না করলে ভবিষ্যতে আরও খারাপ দিন অপেক্ষা করছে।
বিদ্যালয়ের একদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী দেবু আহির, সৌরভ নন্দী,অজন্তা মাহাত,পিয়ালী ঘোষ,সম্পা মাহাত,উমা আহির-রা জানায়, “আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণের সহায়তা ও অনুপ্রেরনায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমাজ সচেতনতামূলক কর্মসূচি পালন করি,এতে আমরা যেমন উপকৃত তেমনই আমরা আমাদের পাড়ায় পাড়ায় এই ধরনের সচেতনতা গড়ে তুলতে পেরেছি।
আরও পড়ুনঃ পার্থেনিয়াম সাফাই অভিযান যুব তৃণমূলের
তবে এই বিভিন্ন ধরনের সচেতনতার মূল উদ্যোক্তা হলেন আমাদের দর্শনের শিক্ষক বিপ্লব মাহাত স্যার, প্রধানতঃ উনিই আমাদেরকে উদ্বুদ্ধ করেন।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দীপ ফৌজদার বলেন,”আজ আমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুল চত্বরকে পার্থেনিয়াম মুক্ত করেছে।মূল উদ্যোক্তা ছিলেন বিপ্লব বাবু, তাঁর উদ্যোগ ও সহযোগিতায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমাজ সচেতনতামূলক কর্মসূচি পালন করি এটি তারই অঙ্গ স্বরূপ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584