নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কবরস্থান তো দূর অস্ত কোন জায়গায় জবরদখল করে কোনোভাবে যে দলীয় কার্যালয় করা যাবে না তা বিভিন্ন সময় স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু সেই নির্দেশকে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে খোদ মেদিনীপুর শহরে মুসলিম সম্প্রদায়ের মির্জা বাজার কবরস্থানের জায়গা জবর দখল করে চালানো হচ্ছে তৃণমূলের পার্টি অফিস।প্রসঙ্গত,কবর দিতে আসা মানুষদের কথা ভেবে একসময় কবরস্থানের পাশে চালা বানিয়ে প্রতীক্ষালয় করেছিল পরিচালন কমিটি।
অভিযোগ,দিন কয়েক আগেই টিনের ছাউনি দেওয়া সেই কাঠামোয় সবুজ রং করে তৃণমূলের দলীয় কার্যালয় করা হয়েছে।অভিযোগের তীর স্থানীয় যুব তৃণমূল সভাপতি মোরশেদ খানের বিরুদ্ধে। ইতিমধ্যে মির্জা মহল্লার পক্ষ থেকে গোটা ঘটনা লিখিত অভিযোগ হিসেবে জানানো হয়েছে জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতিকে।
বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা সভাপতির আশ্বাস সমগ্র বিষয়টি দেখে সমস্যা সমাধানে শীঘ্রই পদক্ষেপ করা হবে।
আরও পড়ুনঃ দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে বাইক র্যালি রুখল পুলিশ,প্রতিবাদে অবরোধ
তৃণমূল যুব সভাপতি মুর্শেদের অবশ্য দাবি,পার্টি অফিস তৈরীর ঘটনা পুরোটাই জানে জেলা নেতৃত্ব। বিজেপির জেলা সভাপতি সৌমিক দাস গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।পাশাপাশি অবিলম্বে কবরস্থানকে দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।
মুখ্যমন্ত্রীর বার বার কড়া বার্তার পরেও কবরস্থানের জায়গা দখল করে পার্টি অফিস তৈরীর মত বেনজির ঘটনায় অস্বস্তিতে শাসকদল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584