নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার
ফের কর্তব্যে গাফিলতির প্রশ্ন অভিযোগ উঠলো আলিপুরদুয়ার জেলা হাসপাতালের বিরুদ্ধে ।
অভিযোগ, সময় মতো অক্সিজেন না পেয়ে মারা গেলেন এক মরণাপন্ন রোগী । এমন অভিযোগ তুলেছেন মৃত রোগীর ছেলে । ঘটনায় মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
খবরে প্রকাশ , গত দুদিন আগে ‘স্ট্রোক’ নিয়ে হাসপাতালে ভর্তি হন জেলার নোনাই পুলের বাসিন্দা মানিক সরকার (৫৮) । শুক্রবার মধ্যরাতে তার শ্বাস কষ্ট উঠলে তাকে অক্সিজেন দেওয়া হয় ।
আরও পড়ুনঃ সালিশি সভার শেষে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় মৃত ৩, আহত ৫
কিন্তু , শয্যার পাশে উপস্থিত তার ছেলে চিন্ময় সরকার জানান , অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে যাবার পর কর্তব্যরত কর্মীদের বারংবার জানালেও অক্সিজেন দেওয়া হয়নি। তার অভিযোগ , “আমি কান্নাকাটি করেও অক্সিজেন পেলাম না । বাবা মারা গেল এদের গাফিলতিতে । এর বিচার চাই ।”
পরবর্তীতে , রাত দেড় টা নাগাদ মানিকবাবু মারা যান । অন ডিউটি ডক্টর এসে তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই ক্ষোভে ফুঁসে ওঠেন মৃতের আত্মীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584