সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
সমস্যা সমাধানে উদাসীন প্রশাসন,দাবী আদায়ের আন্দোলনে অনড় চিকিৎসকরা।আর সেই ধর্মঘটের জেরেই মৃত্যু হল রুগীর বলে কান্নায় ভেঙে পড়া পরিবারের অভিযোগ।
ঘটনার প্রকাশ এই যে,জীবন তলা থানার অন্তর্গত ঘুটিয়ারী শরিফের বাসিন্দা শিখা গোমস্তা(৪১)।গুরুতর অসুস্থ অবস্থায় ঘুটিয়ারী শরিফ গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়।
অবস্থার অবনতি হওয়ায় শিখা দেবীকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।সেখান থেকে কলকাতায়।
আরও পড়ুনঃ ভুল চিকিৎসায় রুগী মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র রায়গঞ্জ নার্সিংহোম
চিত্তরঞ্জন হাসপাতাল থেকে শুরু করে কলকাতার বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরেও কোন হাসপাতালেই ভর্তি করাতে পারেনি রুগীর পরিবার।অবশেষে ফের ক্যানিং হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় শিখা দেবীর।
কান্নায় ভেঙে পড়া শিখা দেবীর পুত্রের হাহাকার,আমার মা বিনা চিকিৎসায় মারা গেল। রাজ্য জুড়ে সর্বত্র এই হাহাকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584