ময়ূর হাঁটছে বিনপুরের রাস্তায়

0
81

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

দেশজুড়ে লকডাউন শুরু হতেই রাজ্যের বনাঞ্চল লাগোয়া বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীর দেখা পাওয়া যাচ্ছিল। এদিনের লকডাউনেও তেমনটি দেখা গেল ঝাড়গ্রাম জেলায়। রাজ্য সড়কে উঠে এল একটি পূর্ণবয়স্ক ময়ূর।

road | newsfront.co
নিজস্ব চিত্র
animals | newsfront.co
নিজস্ব চিত্র

সোমবার ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে বিনপুর থানার নামোসোল গ্রাম সংলগ্ন একটি কালভার্টের কাছে একটি পূর্ণ বয়স্ক ময়ূরকে ঘুরে বেড়াতে দেখা যায়।

peacock | newsfront.co
নিজস্ব চিত্র

জায়গাটি ঝাড়গ্রাম বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়কের ধারে। বেলপাহাড়ি থানার পাহাড় ঘেঁষা গ্রামগুলিতে ময়ূর দেখা যায়। এখানে ময়ূরঝর্ণা গ্রাম তো বটেই, কাঁকড়াঝোড়, আমলাশোল, তামজুড়ি, চাকাডোবা, চুরিমারা প্রভৃতি গ্রামে প্রায়শই ময়ূর দেখতে পাওয়া যায়।

আরও পড়ুনঃ বহরমপুরে ‘পুলিশ’ লেখা গাড়ি আটক, ধৃত ৩

তবে বিনপুরে সেভাবে দেখা যায় না। এদিন রাস্তায় ময়ূর দেখে লোকজন মোবাইল ফোন হাতে ময়ূরের ছবি তুলতে শুরু করে দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here