অবশেষে মাথাভাঙায় রাজনাথের সভার অনুমতি

0
60

মনিরুল হক, কোচবিহারঃ

the permission for Rajnath's meeting in Mathabhanga
নিজস্ব চিত্র

শেষ পর্যন্ত দলীয় কর্মীর জমিতে রাজনাথ সিংয়ের সভার অনুমতি পেল বিজেপি। ২ ফেব্রুয়ারি মাথাভাঙার পারডুবিতে দলীয় কর্মী ধরণী বর্মণ ও উপেন বর্মণের জমিতে ওই সভা হবে। হাতে সময় খুব হওয়ায় তড়িঘড়ি কাজ শুরু হয়েছে। সভা মঞ্চ তৈরির পাশাপাশি চলছে হালিপ্যাড তৈরি কাজও।

the permission for Rajnath's meeting in Mathabhanga
নিজস্ব চিত্র

শেষ মুহূর্তের কাজ খতিয়ে দেখতে গতকাল বিজেপির কোচবিহার জেলা পর্যবেক্ষক শ্যামচাঁদ ঘোষ ও জেলা সভাপতি মালতি রাভা সহ বেশ কয়েকজন নেতৃত্ব সভাস্থল পরিদর্শনে যান।

আরও পড়ুনঃ ফালাকাটায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে

the permission for Rajnath's meeting in Mathabhanga2
নিজস্ব চিত্র

বিজেপির প্রাক্তন জেলা সভাপতি হেমচন্দ্র বর্মণ বলেন, “২ ফেব্রুয়ারি রাজনাথ সিংয়ের সভার অনুমতি পাওয়া গেছে।ওই দিন মাথাভাঙা ২ নম্বর ব্লকের পাড়ডুবি ছাড়াও ফালাকাটায় সভা করার কথা রয়েছে রাজনাথ সিংয়ের। সময় খুব কম, এরমধ্যে সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের আশা উপচে পড়া লোক হবে ওই সভায়।”
বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি দেয় নি কোচবিহার জেলা প্রশাসন।

the permission for Rajnath's meeting in Mathabhanga
নিজস্ব চিত্র

এনিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। এবারও রাজনাথ সিংয়ের সভার জন্য বিজেপির প্রথম পছন্দ ছিল মাথাভাঙা শহরের মেলার মাঠ বা বি টিম মাঠ। সেই অনুয়ায়ি আবেদনও করেছিল। অভিযোগ, সেই অনুমতি নিয়ে মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক ব্যাপক টালবাহানা করে। তাই নিরুপায় হয়ে তারা মাথাভাঙা ২ নম্বর ব্লকের পাড়ডুবিতে দলীয় কর্মীর চাষের জমিতে সভা করার সিধান্ত নেয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সেখানে দুই কর্মীর ২০ বিঘা জমির উপড়ে ওই সভা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here