শ্যামল রায়,কাটোয়াঃ
অজয় সাহিত্য পত্রিকার ভ্রাম্যমান মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হল কাটোয়া শহরের ক্ষিতি ভবনে।
সাহিত্য আসরের উদ্বোধন করেন ডাক্তার পরেশ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক সর্বজিত কবি দূর্গাপদ মণ্ডল কবি চিরঞ্জীব মুখোপাধ্যায় ডাক্তার গোবিন্দরাম মান্না ও দীপ্তি কুমার বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
এই ভ্রাম্যমান মাসের সাহিত্য আসরে কমপক্ষে সাতজন বিশিষ্টব্যক্তিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।এই সাহিত্য আসরে উপস্থিত ছিলেন শতাধিক কবি সাহিত্যিক।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মাধুরী কুন্ডু তারপর স্বাগত ভাষণ দেন সম্পাদক তারকেশ্বর চট্টরাজ।
এছাড়াও এই আসরে অজয় পত্রিকার ১৩৪ তম সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যক্তি দেবব্রত মুখোপাধ্যায়।
গুণীজন সংবর্ধনার তালিকায় ছিলেন অজয় চট্টোপাধ্যায় দেব শংকর দাস জয়রাম বিশ্বাস দিলীপ বসু ও ইন্দ্রানী বন্দোপাধ্যায় এবং জীবন কৃতি পুরস্কার পান অজয় পত্রিকা সম্পাদক তারকেশ্বর চট্টরাজ।
সাহিত্য আসরে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনদের মধ্যে কবি তাপস বন্দ্যোপাধ্যায় কবি গুরু প্রসাদ যশ কবি শ্যামল রায় কবি এ মতলব কবি রমা দেবনাথ কবির গৌতম ঘোষ ফণিভূষণ হালদার রঞ্জিত
হালদার রঞ্জিত কুমার যশ আব্দুল কুদ্দুস মল্লিক অশোক দত্ত পল্লব চট্টোপাধ্যায় লক্ষী নারায়ন রায় অলক কুমার দত্ত জয়দেব দত্ত কুন্তল মন্ডল দেব প্রসাদ মুখোপাধ্যায় নারায়ণ মন্ডল অসিত বন্দ্যোপাধ্যায় জহর প্রধান ভগ বাহাদুর সিংহ,স্বপন মজুমদার, অসীম কুমার হাজরা অমল চন্দ্র বিশ্বাস উদয়চাঁদ কিন্তু জয়ন্ত আচার্য সিদ্ধান্ত মিত্র সুপ্রিয়া মুখারজি পূর্ণ চন্দ্র পাল সৌম্য চট্টরাজ ইলোরা ঘোষাল রুনু চট্টরাজ শাশ্বতী ব্যানার্জি অত্তিকা ব্যানার্জি।
সংগীতে ছিলেন শুক্লা ভট্টাচার্য অভায়া চক্রবর্তী মৌমিতা প্রধান স্বপন কুমার দাস শরদিন্দু বন্দোপাধ্যায় আদ্যনাথ ব্যানার্জি সোমা বিশ্বাস ও জয়শ্রী চট্টোপাধ্যায় জানকি নাথ চট্টোপাধ্যায় ও মোহন কর্মকার। এই অনুষ্ঠানে আব্দুল কুদ্দুস মল্লিক তার কাব্যগ্রন্থ তুলে দেন তারকেশ্বর চট্টরাজকে।এছাড়াও কবি রণজিৎ কুমার যশ তার নিজের লেখা কাব্যগ্রন্থ তুলে দেন ফণিভূষণ হালদারের দ্বারা তারকেশ্বর চট্টরাজকে।ইতিমধ্যেই আব্দুল কুদ্দুস মল্লিক তার কবিতার জগতে একটা ভালো জায়গা দখল করে নিয়েছে বিভিন্ন জায়গায় তার লেখা আমরা দেখতে পাই বলে উল্লেখ করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তারকেশ্বর চট্টরাজ।
আরও পড়ুন: রেলে কাটা পড়ে মৃত্যু গৃহবধূর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584