পিয়ালী দাস,বীরভূমঃ
ফের মানবিকতার পরিচয় দিল বীরভূম পুলিশ।দৃষ্টিহীন পরীক্ষার্থীদের স্কুল থেকে পরীক্ষা কেন্দ্র নিয়ে আসার দায়িত্ব নিল বীরভূম পুলিশ, পাশাপাশি সমস্ত পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো জলের বোতল ও পেন। রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশ প্রিকেট।
বহু চেষ্টার পরও যানজটমুক্ত করতে পারা যায়নি বীরভূমের বেশিরভাগ শহরকে।সকাল ৯ টা থেকে বেলা ৪ টে অবধি শহরের প্রায় সমস্ত রাস্তায় থাকে যানজটে ভরা।নিত্য যাত্রীদের যাতায়াত করতে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় । মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষার্থীরা যেন এই যানজটের ভোগান্তি না ভোগ করে সে কারণেই এমনটা করা হয়েছে।
আরও পড়ুনঃ পরীক্ষাকেন্দ্রের ভিতরে সন্তান,বাইরে উদ্বিগ্ন অভিভাবকদের জটলা
বীরভূম পুলিশ এর ডিএসপি ডিএনটি অভিষেক মন্ডল জানান বীরভূমের ২৩ টা থানা রয়েছে,সমস্ত থানাতেই একই ব্যবস্থা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।মূল পরীক্ষা কেন্দ্র ৩৪ টি।
সাব পরীক্ষা কেন্দ্র ১৩৯ টি।
সপর্শকাতর কেন্দ্র ১৭ টি।
মোট পরীক্ষার্থীর সংখ্যা।
মোট- ৪৬৭২৭
মেয়ে – ২৬৮৭৬
ছেলে- ১৯৮৪৮
ছাত্রীর সংখ্যা ১৫% বেশি।
সমস্ত পরীক্ষার্থীরা যেন সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে সে ব্যবস্থাও করা হয়েছে।পাশাপাশি দুই জন অন্ধ ছাত্র রয়েছে অরবিন্দ ইনস্টিটিউশনের। তাদের আবাসন থেকে স্কুলে পরীক্ষাকেন্দ্র অবধি পৌঁছে দেওয়া এবং পরীক্ষা শেষে ফের তাদের আবাসনে নামিয়ে আশা সমস্ত তাই করবে বীরভূম পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584