উত্তপ্ত তুফানগঞ্জ,অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত পুলিশ

0
46

মনিরুল হক,কোচবিহারঃ

the police injured for to remove road clear
আক্রান্ত পুলিশ। নিজস্ব চিত্র

পথ অবরোধ তুলতে গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের রোষের মুখে পড়তে হলো পুলিশকে। আজ তুফানগঞ্জের মারুগঞ্জে ওই ঘটনা ঘটেছে। পুলিশ কর্মীদের উপড়ে চরাও হয় বিজেপি কর্মী সমর্থকরা।এতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয় বলে জানা যাচ্ছে।তাদের তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ভাঙচুর করা হয়েছে একটি পুলিশ ভ্যানও।

the police injured for to remove road clear
পুলিশ ভ্যান ভাঙচুর। নিজস্ব চিত্র
the police injured for to remove road clear
নিজস্ব চিত্র

বেদখল হয়ে যাওয়া দলীয় কার্যালয় গুলো উদ্ধার করতে স্থানীয় বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ নাটাবাড়ির বিভিন্ন এলাকায় যান।মারুগঞ্জের গেলে সেখানে বিজেপি কর্মী সমর্থকরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায়।ওই সময় র‍্যাফ লাঠি চার্জ করে বলে অভিযোগ তুলে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে।ওই অবরোধ তুলতে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছাতেই অবরোধকারীরা উত্তেজিত হয়ে ওঠে।এরপরেই পুলিশের চরাও হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ গরু চুরির অভিযোগে রণক্ষেত্র তুফানগঞ্জ,আক্রান্ত পুলিশ সংবাদমাধ্যম

নিরুপায় হয়ে পুলিশ কর্মীরা পালিয়ে গিয়ে পাশেই একটি জায়গায় আশ্রয় নেই।তখন পুলিশ ভ্যানটিকে ভাঙচুর করা হয় বলে অভিযোগ।এরপরে অবরোধ তুলে নিয়ে বিজেপি কর্মীরা সেখান থেকে চলে যায়। পরে তুফানগঞ্জ থেকে পুলিশ ভ্যান নিয়ে এসে আশ্রয় নিয়ে থাকা পুলিশ কর্মীদের উদ্ধার করে নিয়ে যায়।বিজেপি অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে,তাদের কর্মীদের উপড়েই পুলিশ লাঠি চার্জ করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here