পিয়ালী দাস,বীরভূমঃ
দলীয় কর্মীদের মুক্তির দাবিতে উত্তাল নানুর। ঘটনার জেরে বুধবার নানুর থানার ও.সি সহ চারজন পুলিশ আধিকারিক আক্রান্ত হন বিজেপি কর্মীদের হাতে।পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন বিজেপি কর্মীরা বন্দর গ্রামে পালিতপুর রোডে রাস্তা অবরোধ করে এবং মঙ্গলবার রাতে গ্রেফতার হওয়া এক দলীয় কর্মীর মুক্তির দাবিতে সরব হয়ে ওঠে।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে বন্দর গ্রামে বোমাবাজি হয়। খবর পেয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনা স্থলে ছুটে যায় নানুর থানার পুলিশ।সেই সময় সব্বর সেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।বিজেপির দাবি, সব্বর তাদের সমর্থক এবং সে নিরপরাধ। বিজেপির দাবি, শাসকদল গ্রামে বোমাবাজি করে,কিন্তু পুলিশ তাদের নিরপরাধ সমর্থককে গ্রেফতার করেছে। তাকে মুক্তি দিতে হবে।এই দাবিতে অনড় গ্রামবাসী রাস্তা টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হয়।
আরও পড়ুনঃ কর্মী খুনের প্রতিবাদে রান্টুয়ায় বিজেপির পথ অবরোধ
অবরোধ মুক্ত করতে নানুর থানার ও.সি মনোজ সিং ঘটনা স্থলে পৌঁছায়। সেই সময় উত্তেজিত জনতা ইঁট ছুঁড়ে লাঠি নিয়ে পুলিশকে তাড়া করে।ঘটনায় আহত হন থানার ও.সি সহ মোট চার জন আধিকারিক।বোলপুর থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে পৌঁছায়। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানা গেছে।উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময় উত্তপ্ত হওয়ার খবরে সংবাদ শিরোনামে আসে এই এলাকা।
ওখানে গ্রামবাসীরা শাসকদলের নির্বাচনী তাঁবুতে রান্নার সামগ্রী উল্টে দেয়। গ্রামের মহিলারা শাসকদলের নেতা কর্মীদের তাড়া করে। নানুর ব্লকের সাধারণ সম্পাদক তারক সাহা বলেন, পুলিশের মদতে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে তাণ্ডব চালাচ্ছে।ঘটনার জেরে সেখ ভুট্টোর নামে এক বিজেপি কর্মী বোমার আঘাতে আহত।বর্তমানে বোলপুর সিয়ান হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গোটা গ্রাম এই মুহূর্তে কার্যত পুরুষ শূন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584