নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ইসলামপুর শহরে সামাজিক দূরত্ব না মেনে জটলা হটাতে পুলিশ পৌঁছলে ওই পুলিশ কর্মীদেরই মারধর করলো স্থানীয় মানুষ। ঘটনায় অভিযুক্তদের ধরতে গেলে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে রীতিমতো উত্তেজনা তুঙ্গে ওঠে। ইসলামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডের মায়া সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযুক্তদের ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে স্থানীয় জনতা।
আরও পড়ুনঃ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ঘোরাঘুরি বাইক আরোহীদের, সচেতনে পুলিশ সুপার
জনতার ছোড়া ইঁটে গুরুতর জখম বেশকয়েকজন পুলিশ কর্মী। ঘটনার জেরে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় ৱ্যাফ ও কমব্যাট ফোর্স। তবে কোন অভিযুক্তকে গ্রেফতার না করেই ফিরে যেতে হয় পুলিশকে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানান, এই ঘটনায় পুলিশ জোর তদন্ত শুরু করেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা অন্যান্য অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। অভিযুক্তরা পলাতক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584