নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শামুকতলা থানা গ্রাম পঞ্চায়েত ভবন থেকে নবনির্মিত নিজস্ব ভবনে স্থানান্তরিত হল বৃহস্পতিবার।
এদিন আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর নেতৃত্বে নতুন ভবনে প্রবেশ করেন থানার পুলিশ কর্মীরা।
শামুকতলা থানার আওতায় রয়েছে কুমারগ্রাম ব্লকের রায়ডাক,তুরতুরিখন্ড,হাতিপোতা,চূনিয়া ফাসখোয়া,জয়ন্তী এবং আলিপুরদুয়ার ২ ব্লকের ভাটিবাড়ি,শামুকতলা, মাঝেরডাবরি,টটপাড়া ও পারোকাটার মত জনবহুল এলাকা।
১৩টি গ্রাম পঞ্চায়েত সহ ১১টি চা বাগানের বেশকিছু প্রত্যন্ত দুর্গম জনপদও রয়েছে শামুকতলা থানা এলাকায়।এমনিতে এলাকাটি সশস্ত্র সমাজ বিরোধী উপদ্রুত।
গোটা এলাকায় চুরি,নারী নির্যাতন, ধর্ষনের ঘটনাও ঘটছে।সক্রিয় রয়েছে আন্তঃরাজ্য মোটর সাইকেল চোরাই চক্র।নারী পাচার চক্রও সক্রিয় রয়েছে এই এলাকায়।এবার শামুকতলা থানার নবনির্মিত ভবনে থানা যাওয়ায় পুলিশের পক্ষে সে সব মোকাবিলা করা অনেক সুবিধা হবে।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন,“শামুকতলা থানার নবনির্মিত ভবনটি অত্যাধুনিক ভাবে তৈরী করা হয়েছে।সাধারণ মানুষদের জন্য ওয়েটিং রুম,পুলিশ ব্যারাক অফিসারদের থাকার জন্য ঘর।আধুনিক শৌচাগার সব ব্যবস্থা রয়েছে।”
শামুকতলা থানার ওসি বিরাজ মুখোপাধ্যায় জানান, নতুন ভবন হওয়ায় কাজের অনেক সুবিধে হলো ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584