নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সোশ্যাল মিডিয়ায় “শিশুচোর” পোস্টটি হামেশাই চোখে পড়ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।যা নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। পশ্চিম মেদিনীপুর জেলায় সোশ্যাল মিডিয়ার গুজবে অশান্তি ছড়ানো আটকাতে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে জেলা পুলিশ।
একদিকে জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ড পোস্টারিং করে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে অন্যদিকে জেলার সাইবার মনিটরিং সেল থেকে কড়া নজর রাখা হচ্ছে সোস্যাল সাইটগুলোতে।সন্দেহভাজন কিংবা আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এমন কোন পোস্ট শেয়ার করা হলে কড়া ব্যবস্থা নেবে জেলা প্রশাসন,এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।
এ ধরনের কোন পোস্ট ছড়িয়ে কেউ আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইটি অ্যাক্ট এবং ইন্ডিয়ান পেনাল কোডের বিভিন্ন ধারায় স্বতঃপ্রণোদিত মামলা করা হবে বলেও জানায় জেলা পুলিশ সুপার।জেলায় জেলায় গুজব ছড়িয়ে যেভাবে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে সেখান থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই সতর্ক হতে চাইছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।
আরও পড়ুনঃ জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে বাইক র্যালি
জেলা পুলিশের কড়া নজরদারি ও সচেতনতা বৃদ্ধির প্রচারে কতটা কাজ হয় সেটাই এখন দেখার বিষয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584