নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
রাজনৈতিক লড়াইয়ে চারিদিকে খুনোখুনি, মারামারি। এমন পরিস্থিতিতে কিছু রাজনৈতিক দলের নেতৃত্বরা মিলে হাত লাগিয়েছেন এলাকার উন্নয়নে। এরকমই এক চিত্র লক্ষ্য করা গেল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের যশোরা এলাকায়।
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছিল। অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল এলাকার ছাত্রছাত্রীদের।
এবার এই বেহাল রাস্তা সংস্কারের জন্য এগিয়ে এসেছে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব-সহ ব্লক প্রশাসন। এলাকার বিজেপি নেতৃত্বের বক্তব্য, দীর্ঘদিন ধরে এ রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল বলে এলাকাবাসীকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়।
আরও পড়ুনঃ হাতির তান্ডবে বিপর্যস্ত জঙ্গলমহলবাসী
মানুষের সুবিধার্থে সরকারের পক্ষ থেকে রাস্তা বৃদ্ধি-সহ সংস্করণের কাজ চলছে। তাতে দোকানদারদের কিছুটা অসুবিধা হলেও আমরা সমস্ত দিক লক্ষ্য রেখে এই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
অন্যদিকে কংগ্রেস সভাপতি মহাদেব সেনগুপ্ত জানান, রাস্তা সংস্কারের কাজ চলছে–এটা খুব ভালো কথা তবে যেখানে যেখানে সমস্যা রয়েছে আমরা সবাই মিলে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সেগুলির সুরাহা করার চেষ্টা করব।
স্থানীয় তৃণমূল নেতা জানান, এলাকার উন্নয়ন হচ্ছে এটা খুব ভাল কথা। সকল মানুষই এতে সাধুবাদ জানিয়েছে আমাদের। আমরা ধীরে ধীরে একসঙ্গে মিলে এলাকার উন্নয়ন করছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584