পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
আকাশে বাতাশে যখন পুজো পুজো গন্ধ,শরতের আকাশে পেজা তুলোর রাশির মতো মেঘ ভেসে বেড়াছে।মাঠে ঘাটে কাশ ফুলের ছড়া ছড়ি বাতাশে শিউলি ফুলের গন্ধে মাতোয়ারা আবাল বৃদ্ধা বনিতা।মেতে উঠতে চলেছে শারদীয়া উৎসবে।
সেই সময়ে পাল পাড়াতে গিয়ে দেখা গেল চরম ব্যস্ততা মৃৎ শিল্পীদের।কারন একটাই, হাতে আর সময় নেই বল্লেই চলে হাতে গোনা কয়েক দিন পরেই দেবী দুর্গার বোধন।সেই কারনেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পাল পাড়ার মৃৎ শিল্পী দের ব্যস্ততা তুঙ্গে।
বাজারের মূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাপ ঠাকুর দার পেশাগত ব্যবসাকে বাঁচিয়ে রাখতে দেবী দূর্গার মুর্তি তৈরী করে চলেছেন শিল্পীরা।মৃৎ শিল্পী রামনাথ পাল বলেন যেভাবে মাটি থেকে শুরু করে বাঁশ সহ প্রতিমা তৈরীর সামগ্রীর দাম বৃদ্ধি দিনের পর দিন দাম বেড়েই চলেছে সেখানে দাঁড়িয়ে সেভাবে দেবী দুর্গার মূর্তি গড়ে দাম পাচ্ছেন না।
আরও পড়ুনঃ পুজোর মরশুমে ব্যস্ত কুনোরের হাট পাড়ার মৃৎ শিল্পীরা
তবু পেশা গত ব্যবসা বাদ দিতে পারছেন কারন একটাই এই কাজ ছাড়া তাদের যে আর কোন উপাই নেই।আর তাদের এই কাজ করতে ভালোও লাগে।তাদের হাতের তৈরী প্রতিমা শুধু জেলায় নয় জেলা পেড়িয়ে পাশের জেলা গুলিতেই তাদের তৈরি প্রতিমা পূজিত হয় বিভিন্ন মণ্ডপে মণ্ডপে।আরেক মৃত শিল্পী রাম পাল বলেন বাপ ঠাকুরদার পেশা গত ব্যবসা তারা ছাড়তে পারছেন না।
তারা সারা বছর বিভিন্ন ধরনের প্রতিমা তৈরী করলেও এই সময় একটু বেশি মূনাফা লাগের জন্য দেবী দূর্গার প্রতিমা তৈরী করেন।তাদের হাতের প্রতিমা ২০ থেকে ২৫ হাজার টাকা দরে বিক্রি করলেও লাভ বলতে কিছুই থাকে না।তাদের পরিবারের সকলেই এই পেশার সাথে যুক্ত রয়েছে।
যাই হোক আনেক দুঃখ যন্ত্রনা নিয়েও প্রতি বারের ন্যায় এবারো দেবী মৃনময়ীকে চিন্ময়ী রুপ দিতে ব্যস্ত পাল পাড়ার মৃত শিল্পীরা।আর কয়েক দিন পরেই তাদের হাতের গড়া দেবী দুর্গা মণ্ডপে মণ্ডপে পূজিত হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584