শ্যামল রায়, কালনাঃ
নিম্ন চাপের মুখে পড়ে পুজো কমিটির কর্মকর্তারা চিন্তিত হয়ে পড়েছেন। কারণ হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাদেই পুজো শুরু। তার আগেই যদি এই ধরনের একটানা বৃষ্টি হতে থাকে তাহলে একদিকে মন্ডপ তৈরিতে ব্যাঘাত ঘটবে অন্যদিকে মাটির প্রতিমা তৈরীতে ও সমস্যা সৃষ্টি হবে তাই বৃষ্টিতে কৃষকরা খুশি হলেও মুখভার শিল্পীদের।
কাটোয়া মহকুমা জুড়ে এক পরিস্থিতি। কখনও ধীরে ধীরে কখনো জোর বৃষ্টিতে খুশি ছড়িয়েছে কৃষকদের মধ্যে।
এলাকার কৃষকদের কোথায় এখন ধানের শীষ ছাড়া সময় তাই পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে শীষ শুকিয়ে যায় ফলে ধান না হয়ে আগরা হয় এই বৃষ্টিতে খুব দরকার ছিল।
তবে এই ধরনের বৃষ্টিতে কাজের দফারফা মৃৎশিল্পীদের।কালনা কাটোয়া দুই শহরের কুমোরপাড়া কুমোরটুলির দুর্গা তৈরীর কারখানায় গিয়ে দেখা গেল বৃষ্টির জল থেকে প্রতিমাগুলোকে বাঁচাতে নাজেহাল অবস্থা শিল্পীদের।
আরও পড়ুনঃ আকাশের মুখভার,চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের কপালে
এখন বেশিরভাগ প্রতি মাটির কাজ শেষ হয়েছে পুজোর তো আর বেশি দেরি নেই এমনিতেই বরাত সামলাতে রাত জেগে কাজ করতে হচ্ছে তার ওপর এই বৃষ্টিতে বহু ঠাকুর ভিজে গিয়েছে ভালো রোদ না পেলে সুখ হবে না মেশিনের ধরবেনা পলিথিন দিয়ে ঠাকুর ঢাকতে ঢাকতে আক্ষেপ করছিলেন কাটোয়ার মৃৎশিল্পী নানু পাল কালনার নিমাই পালরা।
প্লাস্টিক দিয়ে কত আর ঠাকুর ঢাকা হয় তাই বৃষ্টির জন্য ঠিকভাবে মাটির কাজও করা যাচ্ছে না।
বৃষ্টিতে নাকাল হতে হচ্ছে মৃৎশিল্পীদের চিন্তিত কপালে ভাঁজ পড়েছে পুজো কমিটির কর্মকর্তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584