নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
কাটমানি ইস্যুর রেশ ছড়ালো বাঁকুড়া পৌরসভা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে।শহরের ১৯ নম্বর ওয়ার্ড থেকে নির্দল হিসেবে নির্বাচিত হয়ে পরে তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলর শেখ আজিজুলের বিরুদ্ধে ঐ একই ইস্যুতে পোষ্টার পড়লো এলাকায়।
বৃহস্পতিবার সকালে শহরের কেঠারডাঙ্গায় গিয়ে দেখা গেল, ১৯ নম্বর ওয়ার্ডবাসীর তরফে লেখা সাদা কাগজের উপর লাল কালিতে লেখা ঐ পোষ্টার গুলিতে ‘কাটমানির টাকা ফেরতের দাবী’র পাশাপাশি কমিশনারের আত্মীয় ও পেটুয়াদের সরকারী প্রকল্পে বাড়ি তৈরীর অভিযোগ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রকৃত উপভোক্তাকে বঞ্চিত করে আর্থিক দিকে উন্নত ব্যক্তি ও নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও তাদের সরকারী প্রকল্পে বাড়ি দেওয়া হয়েছে।এমনকি শৌচাগার তৈরীর ক্ষেত্রেও ঐ কাউন্সিলর মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন বলে তাদের দাবি।
আরও পড়ুনঃ কাটমানি কান্ডে ব্যাপক বোমাবাজি সদাইপুরে
এবিষয়ে অভিযোগ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ‘মাননীয়া দিদি’ সম্বোধন করে এলাকার মানুষ তাকে খোলা চিঠিও দিয়েছেন বলে জানা গেছে।এবিষয়ে অভিযুক্ত কাউন্সিলর শেখ আজিজুল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘রাজনৈতিক চক্রান্ত’ বলে বলেন, “১৯ নম্বর ওয়ার্ড মূলতঃ বস্তি এলাকা।এখানে তিন হাজার বাড়ি দিলেও মানুষকে সন্তুষ্ট করা যাবেনা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584