সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এবার ছোঁয়া লাগল কাটমানি কান্ডের।বিশ্ববিদ্যালয় চত্বরে পড়ল পোস্টার।
বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের গেটে ও ভিতরে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার নামে সাদা কাগজে লাল কালিতে পোস্টারগুলি সাঁটা হয়েছে। পোস্টারে লেখা রয়েছে ‘টিএমসিপি কাটমানি ফেরত দাও’। রামিজ ওরফে আমিনুল ইসলামের বিরুদ্ধে এই পোস্টার পড়েছে।
তিনি কাটমানি খাওয়ার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তিনি বলছেন, শুধুমাত্র অভিযোগ তুলে পোস্টার সাঁটিয়ে দিলে কিছু প্রমাণ হয় না। মুখ্যমন্ত্রী যে কমিটি গঠন করেছেন সেখানে অভিযোগ জানান, যদি নির্দিষ্ট কোন অভিযোগ থাকে।
সামাজিক সম্মান নষ্ট করার এইভাবে কোন মানে হয় না বলেই তিনি মনে করছেন। অপবাদ দিতেই বিরোধীরা এরকম কাজ করেছে বলে মত টিএমসিপির।
আরও পড়ুন: চাকরির নামে খাওয়া টাকা ফেরতের দাবিতে পোস্টার
বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভানেত্রী জুলফা খাতুন বৃহস্পতিবার উপাচার্যকে লিখিতভাবে চিঠি দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের যেহেতু টিএমসিপি ছাড়া অন্য কোন সংগঠনের ইউনিট নেই। তাই কারা এই রকম আচরণ করেছে সে বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন তিনি।
এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরীর বক্তব্য, তৃণমূল ছাত্র নেতারাও বিভিন্নভাবে কাটমানি নিয়েছেন। সাধারণ ছাত্রছাত্রীরা কাটমানি ফেরত চাইছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584