পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
বিধায়কের ‘কাটা মাথা চাই’ এমনই কিছু পোস্টার ঘিরে ইতিমধ্যে হইচই বিধায়কের এলাকা ইটাহারে।কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি,তবে বেলা বাড়তেই এই পোস্ট আর গায়েব হয়ে যায় এলাকার থেকে।
যদিও এই ঘটনা নিয়ে খুব একটা চিন্তিত নন ইটাহারে তৃণমূল বিধায়ক অমল আচার্য।তবে রাতের অন্ধকারে কারা এই পোস্টার লাগাল তা নিয়ে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।ইটাহারে বেশ কয়েকটি জায়গায় বিধায়ক অমল আচার্য এর কাটা মাথা চাই লেখা পোস্টার পড়ে।
পোস্টারে শেষে লেখা ইটাহার ব্লক এর বঞ্চিত নাগরিকবৃন্দ পোস্টার দাতা হিসেবে এই নামে লেখা ছিল।ঠিক একই কায়দায় কাটমানি নেওয়ার জন্য ইটাহারে পোস্টার পড়েছিল সেখানে লেখা ছিল চাকরি ও নানা সরকারি প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার নাম করে অমল আচার্য সহ একাধিক নেতা কাটমানি মেনে নিচ্ছেন।ঐ পোস্টার গুলিতে অভিযুক্তদের বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ হিসাব চেয়ে মুকুল-শুভ্রাংশুর বিরুদ্ধে পোস্টার কাঁচরাপাড়াতে
কিন্তু বেলা বাড়তেই সব পোস্টার উধাও হয়ে যায় এলাকা থেকে।এ বিষয়ে অমল বাবু বলেন “আমি যখন বছর ১৫ আগে পঞ্চায়েত প্রধান ছিলাম তখনো লাল কালিতে আমার কাটা মাথা চেয়ে পোস্টার পড়তো এলাকায়।
এখনো পড়ছে।যদি সাহস থাকে কারো তবে আমার সামনে এসে আমার কাটা মাথা নিয়ে যাক।আমি মানুষের কাজ করি তাই অনেকে আমার ইমেজ কে নষ্ট করার চেষ্টা করছে।” তিনি আরো বলেন হিংসার রাজনীতি করছে বিজেপি।পুলিশকে এ ব্যাপারে মৌখিক জানানো হলেও পরবর্তীতে তিনি লিখিত অভিযোগ দায়ের করবেন।
রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা বিষয়ে দ্বন্দ্বে রয়েছেন অমল আচার্য তবে অনুমান করা হচ্ছে বিজেপির এই ধরনের কাজ করেছে অপরদিকে বিজেপি তার বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করছে।
তারা বলেন, “বিজেপি হিংসার রাজনীতি করে না।অমলবাবুর প্রতি তার দলের লোকেরাই ক্ষুব্দ তাই লোকেরা এই কাজ করেছে।” এই ঘটনা নিয়ে ইতিমধ্যে তোলপাড় ইটাহার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584