স্পোর্টস ডেস্ক,নিউজফ্রন্টঃ
আবারো ফুটবলের মক্কা কোলকাতা ভাসতে চলেছে ফুটবল বিশ্বকাপে।২০১৭ সালে ভারতে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। সেমিফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল যুবভারতী স্টেডিয়ামে।আর এবার সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচ পেতে চলেছে যুবভারতী স্টেডিয়াম।
২০২০ সালে হতে চলা মেয়েদের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের জন্য চারটি ভেন্যুর নাম পাঠিয়েছে ফুটবল ফেডারেশন। যার মধ্যে প্রধান ভেন্যু হিসেবে রয়েছে ৬৬ হাজার আসন বিশিষ্ট কলকাতার যুবভারতী স্টেডিয়াম।
আরও পড়ুনঃ ক্রিকেট বিশ্বকাপে ফাইনাল দল ঘোষণা
অন্য তিনটি স্টেডিয়াম হল মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম, দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়াম ও ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম।
২০২০ সালের ২১সে সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বর মেয়েদের অনুর্ধ্ব বিশ্বকাপ হওয়ার কথা। অংশগ্রহণ করবে ১৬ টি দেশ। আপাতত নির্বাচনী কাজের জন্য সরকারিভাবে বিশ্বকাপ নিয়ে প্রশাসনিক কাজ থমকে আছে। নির্বাচন শেষ হলে বিশ্বকাপের কাজে গতি আসবে বলে মনে করছে বিশিষ্ট মহল।সর্বোপরি আরো একবার ফুটবল বিশ্বকাপে গলা ফাটাতে চলেছে তিলোত্তমা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584