তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বাঘন কালিতলা বিদ্যাপীঠে উত্তর দিনাজপুর জেলা খোখো এসোসিয়েশনের পরিচালনায় একদিনের জেলা ইন্টার ক্লাব খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এই খো খো প্রতিযোগিতায় মোট ১১ টি দল অংশগ্রহণ করে।
জেলা স্তরের খো খো খেলার ফাইনালে মহিলা বিভাগে চ্যাম্পিয়ান হয় বাঘন কালিতলা উচ্চ বিদ্যালয় এবং রানার্সের মর্যাদা পায় লক্ষী পুর মহিচন্দ্র বিদ্যাভবন।অপর দিকে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ান হয় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় এবং রানার্সের মর্যাদা পায় ডালিমগাও স্পোর্টস একাডেমি।
রবিবারের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ,উত্তর দিনাজপুর বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক প্রবীর গুহ,বাঘন কালিতলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভ্র প্রকাশ মন্ডল,সংগঠনের কার্যকরী সভাপতি বৈকুণ্ঠ বৈশ্য।
আরও পড়ুনঃ স্কুল স্তরের ফুটবল প্রতিযোগিতা তমলুকে
উত্তর দিনাজপুর জেলা খো-খো এসোসিয়েশনের সভাপতি প্রবীর গুহ,উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন।
উত্তর দিনাজপুর জেলা খো খো এসোসিয়েশনের সম্পাদক বরুণ দাস বলেন খো-খো খেলায় উত্তর দিনাজপুর জেলার খেলোয়াড়রা জাতীয় স্তরের খেলায় অংশগ্রহণ করবে আমাদের এটাই মূল লক্ষ।সেই উদ্দেশ্যেই আমরা এই জাতীয় জেলা স্তরের খেলার উপর জোর দেবেন বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584