নামখানায় মমতার জনসভার আয়োজন

0
55

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

the preparation of mamata meeting
নিজস্ব চিত্র

সপ্তদশ লোকসভার নির্বাচনের ষষ্ঠ পর্ব শেষ হয়েছে ইতিমধ্যেই।বাকি রয়েছে শুধু সপ্তম দফা নির্বাচন।এদিন নামখানার ইন্দিরা ময়দানে প্রকাশ্য জনসভার আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে।তৃনমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়ার সর্মথনে এই জনসভা সাতটি ব্লকের নামখানা,কাকদ্বীপ,পাথরপ্রতীমা,সাগরদ্বীপ,কুল্পী,মথুরাপুর ১,মথুরাপুর ২,সাতটি ব্লকের তৃনমূল সর্মথকদের উদ্দেশ্যে করা হবে বলে জানা যায়।এই সভায় মূলবক্তা হিসাবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।

the preparation of mamata meeting
তৃণমূল কর্মী সমর্থক। নিজস্ব চিত্র

এদিন প্রকাশ্য জনসভায় মমতা ব্যানার্জি বলেন, “নরেন্দ্র মোদির সরকার চোর।পাঁচ বছরে কেন্দ্রে ক্ষমতায় এসে কিছু করেনি।বড়বড় বাতেলা।তাই একটাও ভোট বিজেপিকে নই।এটা একটা অপদার্থ পার্টি, দাঙ্গাবাজ পাটি,সেন্ট্রাল ফোর্সকে সম্মান করি।

আরও পড়ুনঃ মমতা কখনও মিথ্যা বলে না,মোদী ঝাড়া মিথ্যাবাদী মত কেষ্টর

the preparation of mamata meeting
নিজস্ব চিত্র

বিজেপি যে ভাবে কাজে লাগিয়েছে তা বলার নয়।রাজ্য পুলিশকে কাজ করতে দিচ্ছেনা।গ্রামে ঢুকে মহিলাদের উপর গায়ে হাত দিচ্ছে।এ রাজ্য পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই ।বুথে ঢুকে কেউ সাধারন ভোটারদের গায়ে হাত দিতে পারেনা।”

শুধু বিজেপি নয় তার পাশাপাশি সিপিএম কে ভোট দিতে মানা করেন তৃণমূল সুপ্রিমো।বামেদের চৌত্রিশ বছরের অরাজকতাকে আবারো কটাক্ষ করেন তিনি।উন্নয়নকে হাতিয়ার করে আবার সুন্দরবন মানুষের ভোটে চৌধুরী মোহন জাটুয়াকে জয়ী করার কথা বলেন মমতা ব্যানার্জি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here