শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লংমার্চের আয়োজন

0
35

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

the preparation of protest rally | newsfront.co
নিজস্ব চিত্র

১২ দফা দাবিতে ট্রেড ইউনিয়নগুলোর যৌথ মঞ্চের দাবিতে ডুয়ার্সের কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস চা বাগানে শুরু হল শ্রমিকদের লংমার্চ। তৃণমূল কংগ্রেস ও বিজেপির শ্রমিক সংগঠন বাদ দিয়ে প্রায় সব সংগঠনের শ্রমিকরা এই লংমার্চে সামিল হয়েছে।

the preparation of protest rally | newsfront.co
মনিকুমার ডারনাল, রিজিউনাল ভাইস প্রেসিডেন্ট , চা বাগান মজদুর ইউনিয়ন। নিজস্ব চিত্র
the preparation of protest rally | newsfront.co
জিয়াউল আলম, রিজিউনাল জেনেরাল সেক্রেটারি, চা বাগান মজদুর ইউনিয়ন। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ধর্ষণ প্রতিরোধী আইনে ভূমিকা পালনকারী সাংসদরাই অভিযুক্ত

আগামী ১০ ডিসেম্বর এই লংমার্চ উত্তরকন্যায় পৌছে বিক্ষোভ সমাবেশে সামিল হবে। এ দিন লংমার্চে উপস্থিত ছিলেন সিআইটিইউ-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জিয়াউর আলম, রবীন রাই, ইউটিইউসি নেতা গোপাল প্রধান সহ অন্যান্য নেতৃত্বরা। ডুয়ার্সের দুই পথে এই লংমার্চ পৌছাবে শিলিগুড়িতে।

মালদা থেকে আরও একটি লংমার্চ একই দিনে শিলিগুড়ি পৌঁছাবে। মূলত শ্রমিকদের নানান দাবি নিয়ে এই লংমার্চ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here