পিয়ালী দাস, বীরভূমঃ
সদ্যসমাপ্ত তিনটি উপনির্বাচনে কার্যত গো হারা হেরেছে বিজেপি। এরপর রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বাদ গেলো না বীরভূমও। বীরভূম জেলার বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ আনে গত কয়েকদিন ধরে বিজেপি কর্মীরা। আজ এই বিক্ষোভ আরও তীব্র আকার ধারন করে।
জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দলের একাংশ। দলীয় কর্মীদেরই অভিযোগ, নিজের অনুগামীদের পদ দেওয়া হয়েছে। দলের সংবিধান মেনে মন্ডল সভাপতি নির্বাচন হয়নি। তৃণমূলের দালালি করছেন শ্যামাপদ মন্ডল। এমনই দাবি করে সিউড়িতে বিক্ষোভ মিছিল করলো বিজেপির বেশ কয়েকজন প্রাক্তন মণ্ডল সভাপতি সহ শখানেক দলীয় কর্মী। তারা বিজেপির পার্টি অফিসেও বিক্ষোভ দেখায়।
বিজেপি কর্মী জয়ন্ত আচার্যের অভিযোগ, “জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল নিজের সংবিধান মানছেন না। তিনি তৃণমূলের দালালী করছেন। যারা দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছে তাদের বঞ্চিত করা হয়েছে। সদ্য অন্যান্য দল থেকে আসা কর্মীদের পদে বসানো হয়েছে।” মুরারই ২ নম্বর ব্লকের বিজেপি কর্মী দেবাশীষ রায়ের সরাসরি অভিযোগ, “বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল টাকা পয়সা নিয়ে অগণতান্ত্রিকভাবে মন্ডল সভাপতি নিয়োগ করেছেন।
কাদের মন্ডল সভাপতি নিয়োগ করেছেন? যারা এক মাস, দুমাস, তিন মাস প্রথমবার তিনদিন আগে দলে এসেছেন তাদের।”
সিউড়ি ২ নম্বর ব্লকের প্রাক্তন মন্ডল সভাপতি পবন বাগদীর অভিযোগ, “যে পদ্ধতিতে মন্ডল সভাপতি নির্বাচন করার কথা ছিল সেই পদ্ধতি মানা হয়নি। ভোট দেওয়া খাম না খুলেই নিজেদের খামখেয়ালিপনায় বেছে নেওয়া হয়েছে মন্ডল সভাপতিদের। তাই আজ আমাদের বিক্ষোভ মিছিল।” বিক্ষোভের বিষয়ে বীরভূমের বর্তমান বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলকে আমরা ফোনে যোগাযোগ করলে তিনি জানান, “আমি এই মুহূর্তে কলকাতায় রয়েছি। ঘটনার কথা জানতে পেরেছি। তবে এখন কিছু বলতে পারব না। আগে আমি দলীয় কর্মীদের সাথে কথা বলি, তাদের ক্ষোভের কারন জানি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584