ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
আজ নিয়ে টানা ১১ দিন দেশব্যাপী পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। দীর্ঘ ৮২ দিন বন্ধ থাকার পর, ৭ ই জুন (রবিবার) থেকে ফের জ্বালানি তেলের মূল্য ঘোষণা করতে শুরু করে কেন্দ্রীয় সরকার। তারপর থেকে রোজই বেড়ে চলেছে তেলের দাম।
রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৫৫ পয়সা বেড়ে প্রতি লিটারে ৭৭.২৮ টাকায় দাঁড়িয়েছে। একইসঙ্গে ডিজেলের দাম লিটার প্রতি ৬০ পয়সা বেড়ে ৭৫.৭৯ টাকায় দাঁড়িয়েছে।
অন্যদিকে কলকাতায় পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৯.০৮ টাকা আর ডিজেলের দাম বেড়ে প্রতি লিটারে ৭১.৩৮ টাকায় দাঁড়িয়েছে।
কেন্দ্র সরকারের দাবি আন্তর্জাতিক বাজারে তেলের দর ওঠানামার ওপর নির্ভর করে দেশীয় বাজারে তেলের দাম । কিন্তু লকডাউনের মাঝে তেলের দাম যখন আন্তর্জাতিক বাজারে অত্যন্ত কমে গিয়েছিল তখন দেশের মানুষ সেই সুবিধা পায়নি বলে অভিযোগ বিরোধীদের।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584