পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
আগামী ২৮ নভেম্বর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনের ভোট গণনা। তাই এই ভোট গণনাকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি তুঙ্গে রায়গঞ্জের পলিটেকনিক কলেজে।
একদিকে যেমন বাসের ব্যারিকেড দিয়ে প্যান্ডেল তৈরি করা হচ্ছে ভোট গণনার জন্য, তেমনই কালিয়াগঞ্জ বিধানসভার ২৭০ টি বুথের ইভিএম মেশিনগুলো কড়া পাহারায় রাখা হয়েছে স্ট্রং রুমে। স্ট্রং রুমের সামনে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। জারি করা হয়েছে ১৪৪ ধারা ১০০ মিটারের মধ্যে।
আরও পড়ুনঃ সচেতনতামূলক র্যালির আয়োজন বালুরঘাটে
উল্লেখ্য কালিয়াগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে এবারে মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে ত্রিমুখী। কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন যেমন গতবারের কংগ্রেসের বিধায়ক প্রমথনাথ রায় কন্যা ধীতশ্রী রায়, তেমনভাবেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তপন দেব সিংহ, বিজেপির প্রার্থী হয়েছে কমল সরকার।
সোমবার এখানে ভোট হয়। নির্বিঘ্নে ভোট হয়ে ভোট পড়ে প্রায় ৮২ শতাংশ। তবে বিজেপির তরফ ৬ টি বুথে নতুন করে ভোট নেওয়ার আর্জি নির্বাচন কমিশনের কাছে জানালে আজ সে ব্যাপারে নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয় যে এখানে কোনও ভোট হচ্ছে না নতুন করে, বিজেপি যে দাবি করেছিল সেটা ভিত্তিহীন অভিযোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584