নিজস্ব সংবাদদাতা,আরামবাগঃ
সাপের আতঙ্কে দিন কাটছে আরামবাগ উপ সংশোধনাগারের বন্দীদের। এই সংশোধনাগারের চারিদিক জঙ্গলে ভর্তি হয়ে রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন করার কোন বালাই নেই। জেলের বন্দিরা সাপের ভয়ে তটস্থ। কখন যে জেলের ভিতর ঢুকবে সাপ সেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে তাদের। স্থানীয় ব্যবসায়ী ও কয়েদিদের পরিবারের অনেক সদস্যের অভিযোগ, বহুদিন ধরে এই জেল চত্বর পরিষ্কার করা হয় না। কয়েকদিন আগেই এলাকার জেল চত্বরে এক ব্যবসায়ী একটি বিষধর সাপকে মারেন। জেলার সাত্যকি সরকার অবশ্য এই বিষয়টি কে মোটেই গুরুত্ব দিতে নারাজ। তাঁর কথায়, “বর্ষাকালে তো সাপ আসবেই। এ আর নতুন কথা কি? আপনাদের বাড়িতে আসে না? আমরা নিয়মিত ব্লিচিং পাউডার, কার্বলিক এসিড সর্বত্রই দিচ্ছি। এর বেশি আমাদের আর কিছুই করার নেই।” আরামবাগ মহকুমা সংশোধনাগারের পশ্চিম দিকে দারকেশ্বর নদের একেবারে পাড়ে পুরসভার অফিস। আর পূর্বদিকে রয়েছে আরামবাগ মহকুমা আদালত এবং উত্তর দিকে রয়েছে এসডিও অফিস ও ট্রেজারী ভবন। এই এলাকা আরামবাগে অফিসপাড়া বলেই পরিচিত। তাই অফিস চলাকালীন রীতিমতো গমগম করে এই এলাকা। এই অফিস গুলিকে কেন্দ্র করে বহু ছোট বড় ব্যবসা গড়ে উঠেছে। কাজের সময়ে সাপের উপদ্রবে নাজেহাল সকলে।
আরামবাগ উপ সংশোধনাগার লাগোয়া এলাকার এক রেস্তোরাঁ ব্যবসায়ী সুভাষ মুখোপাধ্যায় বলেন, “মাঝে মাঝেই আমরা সাপ দেখি। জেল চত্বরে তো সবসময় সাপ ঘুরে বেড়ায়। চারিদিক বন,জঙ্গল, জঞ্জালে পরিপূর্ণ অথচ পরিষ্কার করতে কোন উদ্যোগই দেখা যায় না।” আরামবাগ মহকুমা শাসক শ্রীমতি লক্ষী ভব্যতা নিরু বলেন, “আমি ঠিক জানিনা। তবে সাপের উপদ্রব হলে চিন্তার কথা ।আমি জেলারের সঙ্গে কথা বলে দেখছি। যাতে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া যায়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584