সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
ব্রিজ হয়েছে।পর্যটক থেকে দ্বীপবাসির যোগাযোগ ব্যবস্থা সু-সম্পন্ন হয়েছে ঠিকই।কিন্তু আজও অন্ধকারে হাতানিয়া দোয়ানিয়া নদীর দু’ধারে নামখানা আর নারায়নপুর বাজার। দীর্ঘদিন ধরে নামখানাবাসীর যোগাযোগের মাধ্যম ছিল হাতানিয়া দোয়ানিয়া নদীর ফেরীর উপর।২০১৪ সালে ব্রিজ করার নির্দেশিকা জারি করে রাজ্য ও কেন্দ্র।
সেই মতো দুই বাজারের হাজারেরো বেশি স্থায়ী অস্থায়ী দোকান ভাঙা হয় প্রশাসনিক নির্দেশে,আন্দোলন বিক্ষোভ রাজনীতি সবটারই শিকার হয়েছে এলাকার ছোট বড় ব্যবসায়ীরা।প্রত্যাশা প্রতিশ্রুতিতে বলা হয়েছিল এককালিন ক্ষতিপূরন সঙ্গে মার্কেট কমপ্লেক্স গড়ে দেবে।
যা আজও বাস্তবায়িত হয়নি।তাই ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মধ্যে রয়েছে ক্ষোভ।২০১৯ সালে ৭ই মার্চ কাজ সম্পুর্ন হয়ে চালু হয়েছে হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজ । দুরপাল্লা গাড়ি যাতায়াত শুরু করেছে।শুরু হয়েছে নামখানা লট নং আটে ৯৪ রুটের বাস।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে উর্ধ্বমুখী পারদ, সমস্যায় শিশু-বয়স্করা
অন্যদিকে বকখালি নামখানা ২৪৬ নং রুটের বাস।কিন্তু সবচেয়ে সমস্যা বাস দাঁড়ানো নিয়ে। ব্রিজ হওয়ার আগে যেখানে বাস দাঁড়াতো সেখানে না দাঁড়িয়ে দু’কিলোমিটার দুরে নামখানা বিডিও অফিসে সামনে দাঁড়াচ্ছে দুটো রুটের বাস ।ফলে স্থানিয় হাতানিয়া দোয়ানিয়া নদীর পাশে ঐতিহ্য বাহী সুন্দরবনের নামখানা ও নারায়নপুর বাজার আজ লন্ঠনের আলোর মতো টিমটিম করে জ্বলছে।
ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘ ব্রীজের নীচে থাকা নদীর একদিকে নামখানা অন্যদিকে নারায়নপুর বাজারে বাস না আসায় সমস্যায় পরছেন তারা।ফেরীচলাচল বন্ধ থাকায় স্কুল কলেজ পড়ুয়াদের পাশাপাশি হাসপাতালে আসা রুগিরা ঘুরপথে যাতায়াতে সমস্যায় পরেছেন।ফলে বাজারে আসতে গেলে দু’কিলোমিটার হেঁটে কখনো বা টোটো মাধ্যমে আসতে হচ্ছে তাদেরকে।
সমস্যায় পরেছেন নামখানা ও নারায়পুর দুইগ্রাম পঞ্চায়েতের কুড়ি থেকে বাইশটি গ্রামের বাসিন্দারা।ব্যবসায়ী থেকে সাধারন মানুষের দাবি পরিকাঠামোগত দিক থেকে বিচার করে স্থানীয় বাস পিকাপভ্যান ঘুরপথে ব্রিজের নিচ দিয়ে চলাচল করে।তাহলে ব্যবসায়ী থেকে সাধারন মানুষ উপকৃত হবেন। নতুবা আন্দোলনের পথ বাছবেন বলে দাবি করেন ব্যবসায়ী সমিতি এবং সাধারন মানুষ। পর্যটক থেকে সাধারন মানুষের কথা মাথায় রেখে আদৌ কি প্রশাসন ব্রিজের নিচ দিয়ে বাজারের মধ্য থেকে বাস চলাচলের ব্যবস্থা করবে!তার উত্তর দেবে সময়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584