ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
এবারে ইভিএম এর যান্ত্রিক ত্রুটি নিয়ে মুখ খুললেন তেলেগু দেশম পার্টির প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ।
বৃহস্পতিবার দেশের আঠারোটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে মিলিয়ে মোট ৯১আসনে নির্বাচন প্রক্রিয়া চলছে।এই ৯১টি কেন্দ্রের মোট প্রার্থী সংখ্যা ১২৭৯ জন।আজ ভোট পর্ব শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেশের বেশ কিছু বুথে ইভিএম এর যান্ত্রিক ত্রুটির অভিযোগ ওঠে।আর এবার এই একই অভিযোগ এর সুর শোনা গেল চন্দ্রবাবু নাইডুর। তার অভিযোগ মুখ্য নির্বাচন আধিকারিক গোপালকৃষ্ণ দ্বিবেদী যখন ভোট দিতে যান তখনই তিনি ইভিএম এর যান্ত্রিক ত্রুটির কারণে ভোট দিতে ব্যর্থ হন।
অন্তত দৃশ্যটি ভোটে পুনর্বার নির্বাচনের আর্জি জানিয়ে টুইটারে তিনি অভিযোগ জানান,”ভোট শুরু হতে দেরি হওয়ায় বহু মহিলা ও শিশুকে এই প্রবল গরমের মধ্যে রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছে। যার ফলে পুরো ভোটদান প্রক্রিয়াটিই অনেকাংশে ব্যাহত হয়েছে।এমন অনেক ভোটার রয়েছে, যাঁরা ওই সময় বাড়ি ফিরে যাওয়ার পর আর ভোট দিতে আসেননি।ভোটগ্রহণ পর্ব পুনরায় শুরু হওয়ার পরেও তাঁরা আসেননি। ইভিএম নতুনভাবে বদল করে এনেও তাঁদের ভোট আর পাওয়া যায়নি”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584