নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
করোনা যতই দেশ ও রাজ্যে নিজের জাল বিস্তার করে মানুষের মধ্যে আতংক সৃষ্টি করলেও, অবশেষে ভালোবাসার কাছে হার মানতেই হল তাকে। শুক্রবার এমনই দৃশ্যের সাক্ষী থাকল এলাকাবাসী।
জানা যায় এদিন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত দক্ষিণ তালবাগিচা এলাকার ৩৫ নং ওয়ার্ড। সেখানে রীতিমতো সোশ্যাল ডিস্টেন্স মেনে দক্ষিণ তালবাগিচার ছেলে সৌরভ কর্মকার এর সাথে সাথী পাতরের বিয়ে হয়।
যদিও মেয়ের বাড়ি ঝাড়গ্রাম।এই লকডাউনের মুহূর্তে যথাযথ দূরত্ব বজায় রেখে নব দম্পতি মুখে মাস্ক পড়েই সারলেন বিয়ে। এমনকি সমাজে সচেতনতার বার্তাও দিলেন এই নব দম্পতি। শুধু তাই নয় মুখে মাস্ক পড়ে মালা বদল থেকে শুরু করে সিঁদুর দান সবকিছুই সুসম্পন্ন হল তাদের।
আরও পড়ুনঃ লকডাউনে দুঃস্থদের পাশে দাঁড়াল ব্যান্ডেল রেল কোয়ার্টারের বাসিন্দারা
এছাড়াও এই লকডাউনে অসহায় দুঃস্থ মানুষদের কথা ভেবে তারা বঙ্গ যুব শক্তির প্রেসিডেন্ট অসিত পাল এর হাতে সামান্য কিছু অর্থ তুলে দেন ।শুধু তাই নয় বঙ্গ যুব শক্তির ৫০০ জন অসহায় মানুষদের হাতে, প্রতিদিন যে খাবার তুলে দেয় এই সংগঠন, এবার তাদের কাছ থেকে দু দিনের খাবার বিতরণের দায়িত্ব নিলেন এই নব দম্পতি। পাশাপাশি এদিন এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ওয়ার্ড এর কাউন্সিলর জহর লাল পাল এবং পুলিশ প্রশাসন আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584