বাড়ছে হকারদের অবস্থান সমস্যা, শুরু হয়েছে স্টল উচ্ছেদ

0
34

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

শহরের সি-বিচ কিংবা রাস্তাঘাটে পসরা পেতে ব্যবসা করা যাবে না বলে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নির্দেশ শেষ হওয়ার পরই, বুধবার দিঘায় হকার উচ্ছেদ শুরু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রের খবর।

the problem with Hawker | newsfront.co
হয়েছে স্টল উচ্ছেদ। নিজস্ব চিত্র

এ দিন দিঘায় জোরকদমে হকার উচ্ছেদ অভিযান চলছে। অশান্তি এড়াতে দিঘায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী-সহ কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।

the problem with Hawker | newsfront.co
জনমানবহীন সি-বিচ। নিজস্ব চিত্র

জেলা প্রশাসনের দাবি, পর্যটকদের সুবিধার্থে দিঘাকে অবরোধ মুক্ত করতে কিংবা রাস্তার উপরে যত্রতত্র বসা হকারদের সরে যেতে হবে। অভিযোগ, এখনও বহু হকার পুনর্বাসন পাননি। হকারদের অভিযোগ, আগে পুনর্বাসন স্টল বিলির ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে।

the problem with Hawker | newsfront.co
তৃণমূল থেকেও বেরিয়েছে মিছিল। নিজস্ব চিত্র
the problem with Hawker | newsfront.co
অবস্থান বিক্ষোভে সামিল হকাররা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ওয়াশিংটন ডিসিতে আকাশসীমা লঙ্ঘন, তালাবন্ধ হোয়াইট হাউস

তাছাড়া শীতে পর্যটনের মরসুম শুরু হওয়ার মুখে উচ্ছেদ অভিযানে তাঁদের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তপন মাইতি বলেন, “দিঘায় হকারদের আগে স্টল বিলির ক্ষেত্রে যথেচ্ছ অনিয়ম হয়েছে। তৃণমূল নেতাদের পরিবারকেই বেছে স্টল দেওয়া হয়েছে। তবে হকারদের আগে পুনর্বাসন দিয়েই, তারপর উচ্ছেদ করা হোক।”

দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক সুজন দত্ত বলেন, “২০১২ সালে সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে হকারদের পুনর্বাসন স্টল দেওয়া হয়েছে। তবে সমস্যা থাকায় এখনও কিছু হকারদের স্টল দেওয়া যায়নি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here