নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বেআইনি টোটো বাজেয়াপ্ত করতে শুরু করল মেদিনীপুর জেলার আরটিও ও ট্রাফিক পুলিশ। আজ সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় আরটিও ও বিশেষ পুলিশ যৌথ ভাবে এই অভিযান চালায়।
এদিন কালেক্টরেট চত্ত্বর থেকে প্রায় ২৫ টি বেআইনি নম্বর প্লেট বিহীন টোটো বাজেয়াপ্ত করা হয়।এই অভিযান ধারবাহিক ভাবে চলবে বলে আরটিও সুত্রে জানা গেছে।
অন্যদিকে টোটো চালকদের বক্তব্য,ঋণ ও সুদে টাকা নিয়ে তারা টোটো চালানো শুরু করেছে। আরটিও ও পৌরসভার অনুমোদনের জন্য আবেদন করা হলেও তা মেলেনি।ফলে রুজি রুটির স্বার্থে বাধ্য হয়েই টোটো চালাতে শুরু করেছি।
আরও পড়ুনঃ কৃষ্ণচূড়া গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত টোটো, আহত চালক
যদি এইভাবে টোটো বাজেয়াপ্ত করে, তাহলে আমরা বেকার যুবকরা কি করবো, কোথায় যাবো! তবে পশ্চিম মেদিনীপুরের আরটিও বিশ্বজিৎ রায় জানান,শহরে কোনোরকম বেআইনি নম্বর প্লেট বিহীন অবৈধ টোটো চলতে দেওয়া যাবে না।
আরটিও এবং পৌরসভা অনুমোদিত বৈধ টোটো শহরে চলছে প্রায় ১৬০০।কিন্তু মেদিনীপুর শহরে মোট টোটো চলছে প্রায় সাড়ে ৪ হাজার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584