মিত্র কম্পাউন্ড উন্নয়ন সমিতির মহিলা কমিটির উদ্যোগে পরিবেশ সচেতনতা অনুষ্ঠান

0
78

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

program of awareness environment | newsfront.co
চারাগাছ রোপন । নিজস্ব চিত্র

স্থানীয় জনগণের বিপুল উৎসাহ ও উদ্দীপনাকে পাথেয় করে মেদিনীপুর শহরের মিত্র কম্পাউন্ড উন্নয়ন সমিতির মহিলা কমিটির উদ্যোগে পরিবেশ সচেতনতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার। সমিতির উদ্যোগে ব‍্যোমকেশ-নীলিমা উদ‍্যানে আয়োজিত এই অনুষ্ঠানে নৃত‍্যের মাধ্যমে চারাগাছ রোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

program of awareness environment | newsfront.co
নিজস্ব চিত্র
program of awareness environment | newsfront.co
পরিবেশ সচেতনতা বিষয়ক পদযাত্রা।নিজস্ব চিত্র

সোমা চট্টরাজের তত্বাবধানে নৃত্য পরিবেশন করে পাড়ার কচিকাঁচারা। এরপর জল সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিয়ে পরিবেশ সচেতনতা বিষয়ক একটি পদযাত্রা মিত্র কম্পাউন্ড এলাকা পরিক্রমা করে। পদযাত্রা শেষে একশো চারাগাছ বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ পরিবেশ সমস্যা বিষয়ে জেলা শাসককে লিখিত অভিযোগ বিজ্ঞানমঞ্চের

program of awareness environment | newsfront.co
নিজস্ব চিত্র

উপস্থিত রয়েছেন এডিএফও বিদিশা বসাক, লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খাঁন,কবি অভিনন্দন মুখোপাধ্যায়,এআরটিও অমিত দত্ত, শিক্ষা বিভাগের ডেপুটি ডাইরেক্টর পূর্ণচন্দ্র জানা, পরিবেশ প্রেমী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,বাচিক শিল্পী চিত্তরঞ্জন দাস,উন্নয়ন সমিতির সম্পাদক সুজিত বোস,প্রাক্তন কাউন্সিলর মৌ রায়, মহিলা কমিটির পক্ষে পম্পা ব‍্যানার্জি,অন্তরা বোস,সোমা চট্টরাজ, নাসরিন বেগমসহ অন্যান্য বিশিষ্ট জনেরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন অন্তরা বোস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here