নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পায়ে পায়ে সার্ধশতবর্ষে পদার্পণ করলো পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ব্যানার্জী ডাঙ্গা উচ্চ বিদ্যালয়।গ্রীষ্মের প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শোভা যাত্রায় পা মেলালো হাজার হাজার প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রী সহ এলাকার শুভানুধ্যায়ী ব্যাক্তিবর্গ।

কৃষ্ণচুড়ার রঙে রঙিন মঞ্চে ১২৫ টি প্রদীপের আলোয় জ্ঞানালোক জ্বালিয়ে দিলেন শিক্ষানুরাগীগণ।শঙ্খ ও উলুধ্বনিতে মাতিয়ে তুললো রমণীয় পরিবেশকে।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শিক্ষাবিদ সুভাষ চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ গান্ধী সার্ধশতবর্ষ জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি সভা


সেই সঙ্গে বিদ্যালয়ের অতীত ইতিহাস,দেশে বিদেশে ছড়িয়ে থাকা ছাত্রছাত্রী দের কাছে বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিকথা তুলে ধরলেন তিনি।মাতৃসমা বিদ্যালয়ের ১২৫ বছরের পথ চলাকে স্মরনীয় করে রাখতে দিনভর চলল নানান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।স্বাগত ভাষণ দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তি গোস্বামী।বিদ্যালয়ের শুভ জন্মদিন কে শুভেচ্ছা জানাতে মঞ্চে উপস্থিত হয়ে ছিলেন এলাকার বিধায়ক আশিস চক্রবর্তী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584