পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
বেশি কিছুদিন যাবৎ বিরঙ্গনা কন্যাশ্রীরা যেভাবে নিজেদের বিয়ে বন্ধ করে নজর কেড়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে।
এই বিরঙ্গনা কন্যাশ্রী ছাত্রীদের আরও বেশি করে উৎসাহিত করতে আজ উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার সুমিত কুমার কালিয়াগঞ্জের মিলনময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকের ভূমিকায় দেখা গেল।
এদিন পুলিশ সুপার সুমিত কুমার ছাত্রীদের সাথে আলোচনা করেন যে ১৮ বছরের কম বয়সে কিংবা,বাল্য বিবাহ হলে কি ধরনের ক্ষতি হতে পারে।তার সাথে সাথে যদি কারো বাবা মা তার মেয়েদের বিয়ে দেয় তাদের কি করনীয় তাও বোঝানো হয়।
এখন রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রীদের পড়াশুনার ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প চালু করেছে সবুজ সাথী থেকে শুরু করে কন্যাশ্রী,রুপশ্রী মত প্রকল্প।যা দুঃস্থ পরিবারের মা বাবাদের মেয়ে বিয়ে দিতে ২৫ হাজার টাকা পর্যন্ত সাহায্য করছে।
এই সব কারনে এখনও মেয়েরা অনেকটা সাহসী হয়েছে।তাই তারা এখনও নিজেদের বাল্য বিবাহ বন্ধ করে স্কুলের ব্যাগ নিয়ে স্কুলের পথে এগিয়ে চলেছে শিক্ষার জন্য।
আরও পড়ুনঃ কন্যাশ্রী দিবস উপলক্ষে ছাত্রীদের কুইজ প্রতিযোগিতা কেশিয়াড়ীতে
এদিন সচেতনতা মূলক অনুষ্ঠানে পুলিশ সুপার সুমিত কুমার ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাবনী চ্যাটার্জি, কালিয়াগঞ্জ থানা ইনচার্য তথা ডি এসপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়,পুরসভার পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল,জেলা চাইল্ড লাইনের বিপুল দাস সহ বিশিষ্ট জনেরা।
এদিন গ্রামের বিরঙ্গনা কন্যাশ্রীরা যেভাবে নিজের বিয়ে বন্ধ করে নজিড় গড়েছিল তাদের পুলিশ সুপার সুমিত কুমার তিন কন্যাশ্রীকে সাহসীকতার জন্য পুরস্কৃত করেন এবং শহরে মেয়েদের উদাহার দেন তথা বলেন তোমাদেরও এই ভাবে এগিয়ে আসতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584