তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
সম্প্রতি কালিয়াগঞ্জ আশীর্বাদ লজে মঞ্চ একুশের ২১৫ তম সাহিত্যে র আসর শুরু হয়।অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডঃ মমতা কুন্ডুর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।এদিনের মঞ্চ ২১শের সাহিত্য আসরের মূল আলোচনা ও পাঠের বিষয়বস্তু ছিল ছোট গল্প।
অনুষ্ঠানে স্বরচিত ছোট গল্প পাঠ করে শোনান ডঃ মমতা কুন্ডু,রীতা সিংহ,দুলাল ভদ্র,ইন্দ্রনীল কুন্ডু,পৌলমী মুখার্জী,মনোজ কুমার রায়,বিভূতি ভূষণ মন্ডল,শুভব্রত লাহিড়ী ও দেবেশ চক্রবর্তী(রায়গঞ্জ)রনজিৎ সরকার ও দানুয়া দাস(কুশ মন্ডি)।অনুষ্ঠানে অসাধারন সঙ্গীত পরিবেশন করে উপস্থিত অংশগ্রহণকারীদের মন্ত্রমুগ্ধ করেন বিশিষ্ট সঙ্গীত ও নাট্যশিল্পী ব্রততী দাস।
আরও পড়ুনঃ ভূমিপুত্র সাহিত্যিক নলিনী বেরাকে সংবর্ধনা
সাহিত্য আসরে ছোট গল্প নিয়ে বিশেষ ভাবে আলোকপাত করেন উপস্থিত কবি ও সাহিত্যিকগন ।এদিনের সাহিত্য আসরে সভাপতির আসন অলঙ্কৃত করেন রঞ্জন রায়।সাহিত্য আসরের সঞ্চালকের মূল দায়িত্ব সুন্দরভাবে পালন করেন সংস্থার সম্পাদক দুলাল ভদ্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584