কালিয়াগঞ্জে ‘মঞ্চ একুশে’র ২১৫ তম সাহিত্য আসর

0
38

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

সম্প্রতি কালিয়াগঞ্জ আশীর্বাদ লজে মঞ্চ একুশের ২১৫ তম সাহিত্যে র আসর শুরু হয়।অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডঃ মমতা কুন্ডুর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।এদিনের মঞ্চ ২১শের সাহিত্য আসরের মূল আলোচনা ও পাঠের বিষয়বস্তু ছিল ছোট গল্প।

program of literature | newsfront.co
মঞ্চ একুশের সাহিত্য আসর।নিজস্ব চিত্র

অনুষ্ঠানে স্বরচিত ছোট গল্প পাঠ করে শোনান ডঃ মমতা কুন্ডু,রীতা সিংহ,দুলাল ভদ্র,ইন্দ্রনীল কুন্ডু,পৌলমী মুখার্জী,মনোজ কুমার রায়,বিভূতি ভূষণ মন্ডল,শুভব্রত লাহিড়ী ও দেবেশ চক্রবর্তী(রায়গঞ্জ)রনজিৎ সরকার ও দানুয়া দাস(কুশ মন্ডি)।অনুষ্ঠানে অসাধারন সঙ্গীত পরিবেশন করে উপস্থিত অংশগ্রহণকারীদের মন্ত্রমুগ্ধ করেন বিশিষ্ট সঙ্গীত ও নাট্যশিল্পী ব্রততী দাস।

আরও পড়ুনঃ ভূমিপুত্র সাহিত্যিক নলিনী বেরাকে সংবর্ধনা

সাহিত্য আসরে ছোট গল্প নিয়ে বিশেষ ভাবে আলোকপাত করেন উপস্থিত কবি ও সাহিত্যিকগন ।এদিনের সাহিত্য আসরে সভাপতির আসন অলঙ্কৃত করেন রঞ্জন রায়।সাহিত্য আসরের সঞ্চালকের মূল দায়িত্ব সুন্দরভাবে পালন করেন সংস্থার সম্পাদক দুলাল ভদ্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here