শ্যামল রায়,নবদ্বীপঃ
লেখক লেখিকাদের নিজস্ব সংগঠন কলম সৈনিক ফোরামের উদ্যোগে ১৪ তম কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হলো মধ্যমগ্রামে।
কবিতা উৎসবের প্রধান কর্ণধার দেবদত্ত জানিয়েছেন যে, “লেখক লেখিকাদের সৃজনশীল কর্মকাণ্ডের প্রচার নতুন লেখক লেখিকাদের সাথে কবি সাহিত্যিকদের মধ্যে সংযোগ তৈরি করার মাধ্যম হলো কবিতা পাঠের আসর।তাই প্রতি মাসের চতুর্থ রবিবার আমরা এই কবিতা পাঠের আসর করে থাকি।আমাদের এই কবিতা পাঠের আসরে বাংলার অনেক সুখ্যাতি পরিচিতি কবি বন্ধুরা অংশগ্রহণ করেছেন।”
এদিন কার কবিতা পাঠের আসরে উপস্থিত ছিলেন কবি অজয় চক্রবর্তী,কবি শ্যামল রায়, কবি বেবি সাহা,আব্দুল কাইম,কবি সুনিতা মন্ডল, সৌমাল্য মৈত্র,সর্বানি বেগম,নুপুর ঘোষ,সুব্রত দত্ত ,ইন্দ্রানী সেনগুপ্ত,দীপা দাস,সোমা মুখোপাধ্যায় কার্তিক আচার্য প্রমূখ।
আরও পড়ুনঃ কোন্নগরে বৈশাখী কবিতা উৎসবের শুভ উদ্বোধন
অজয় চক্রবর্তী সহ বেশ কয়েকজনকে সম্মানিত করা হয় সৈনিক ফোরামের তরফ থেকে।
বাংলা রাইটার্স ফোরামের রাজ্য সম্পাদক শ্যামল রায় জানিয়েছেন যে বাংলা জুড়ে কবি এবং মহিলা কবির সংখ্যা দিন দিন বাড়ছে এটা একটা সুখকর খবর তাই কবিদের বাড়বাড়ন্ত নিশ্চয়ই সমাজের পক্ষে শুভ দায়ক খবর।
কবিতা উৎসবের মধ্যে দিয়ে নতুন লেখক লেখিকাদের সম্পাদকের সাথে একটা মেলবন্ধনের মধ্যে দিয়ে অনেকের অপ্রকাশিত লেখা প্রকাশিত হয় এবং একটা সংযোগ সেতু তৈরি হয় লেখক লেখিকাদের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584